সম্প্রতি বাবা-মেয়ের স্নেহ আর আদরে ভরিয়ে দেওয়া আবেগঘন একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। করছেন বাবা-মেয়ের প্রশংসা।
ভিডিওতে দেখা যায় মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরে বাবাকে সারপ্রাইজ দিচ্ছেন। যা এক আবেগপূর্ণ মুহূর্ত তৈরি করে। যেখানে বাবা মেয়েকে দেখে হতবাক এবং আনন্দিত।
জানা যায়, নওগাঁ শহরের দয়ালের মোড়ে বসবাস নূর মোহাম্মাদ নান্টু নামের এক ব্যবসায়ীর। মেয়ে লামিয়া জান্নাতকে বিয়ে দিয়েছেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন লামিয়া জান্নাত।
বাবার বাড়িতে অনেক দিন আসা হয়নি তার। না জানিয়ে বাবার বাড়ি আসেন মেয়ে। দরজার কড়া নাড়ার পর ঘরের দরজা খুলে লামিয়াকে সামনে দেখতে পান বাবা নূর মোহাম্মাদ নান্টু। মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে ওঠেন তিনি। এক নিমেষেই মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে কপাল লাগিয়ে স্নেহ আর আদরে ভরিয়ে দেন।
এই আবেগঘন মুহূর্ত মোবাইল ক্যামেরায় ধারণ করেন লামিয়ার ছোট বোন মালিহা জান্নাত। তারপর লামিয়া নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ আবেগঘন প্রতিক্রিয়া জানাতে থাকেন।
কেউ লিখেছেন, ‘বাবা-মেয়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক।’ আবার কেউ কেউ নিজের বাবার সঙ্গে কাটানো স্মৃতির কথা মনে করে আবেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন এটি বাবা-মায়ের অম্লান বন্ধনের কথা তুলে ধরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।