আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ার বিখ্যাত জ্যোতিষী বাবা ভাঙ্গাকে সকলেই চেনেন। তার করা কথা অনেকটাই ফলে যায়। যদিও তিনি ১৯৯৬ সালে প্রয়াত হয়েছেন। তবে তার করা বহু কথা মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে।
বিশ্বযুদ্ধ থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়, প্রযুক্তির উন্নতি সবতেই তার করা কথা মিলে গিয়েছে। এবার নতুন কথা উঠে এল এই জ্যোতিষীকে নিয়ে। এআই বহুদিন আগে থেকেই শুরু করে চ্যাটজিপিটি। এটি অনেকে নিজেদের কাজে লাগান। এবার তাকে বাবা ভাঙ্গা নিয়ে প্রশ্ন করা হল।
আগামী ১০০ বছরে বাবা ভাঙ্গা কী বলেছেন তা নিয়ে চ্যাটজিপিটি যা বলল তা শুনে হাড় হিম হয়ে যাবে। ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে বিশ্বকে নিজেকে রক্ষা করতে হবে। এই দশকে ক্যামেরা দরকার হবে নাষ এআই রাজত্ব করবে। জঙ্গিরা মাথাচাড়া দেবে। ঘোস্ট মার্চ শুরু হবে গোটা বিশ্বে।
২০৩৫ থেকে ২০৪৫ সাল পর্যন্ত এআই সকলকে নিজের দাস বানাবে। কোড নিয়ে সকলেই কাজ করবে। প্রযুক্তির কাছে হার মানবে মানুষ। প্রচুর চাকরি হারাবে। মানুষকে ছাপিয়ে যাবে মেশিন। মানুষের স্বপ্নকে নিজের হাতে নিয়ে নেবে মেশিন।
২০৪৫ থেকে ২০৬০ সালে গোটা বিশ্বের পায়ে লাল মাটি লাগবে। মঙ্গল গ্রহ থেকে এমন কাজ হবে যাতে সভ্যতা বিনাশের দিকে এগিয়ে যাবে। পৃথিবীকে কমবে জল, বাড়বে উত্তাপ, মঙ্গলের ছায়া হবে অমঙ্গলের মতো।
২০৬০ থেকে ২০৮০ সালে মৃত্যুই হবে সেরা উপহার। মানুষের স্বাধীনতা হারাবে। মানুষকে অন্য কেউ চালাবে। দেহ নয়, কাজ করবে শুধু প্রযুক্তি।
২০৮০ থেকে ২০৯৫ সালে মন বলে কিছু থাকবে না। অন্যায়কারী এগিয়ে যাবে। পৃথিবীতে শুধু বিস্ফোরণ হবে। প্রকৃতি বদলা নেবে মানুষের কাছে।
২০৯৫ থেকে ২১২৫ সালে আকাশ থেকে আলো ভেঙে পড়বে। এই আলো ৩৩ দিন ধরে থাকবে। একে বাগে আনা যাবে না। কোনও প্রযুক্তি একে আটকাতে পারবে না। বিজ্ঞান সেদিন হবে অসহায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।