বিনোদন ডেস্ক : ফের টলিপাড়ায় বিচ্ছেদের সুর! বহুদিন ধরে তাদের সম্পর্কে ধরা চিড় নিয়ে জল্পনা চললেও এতদিনে সেকথা সর্বসমক্ষে স্বীকার করলেন টলিইন্ডাস্ট্রির এই তারকাজুটি। দীর্ঘ নামাস পর অবশেষে ফেব্রুয়ারিতেই খাতায়-কলমে এক আলাদা হয়ে গেলেন কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা ওরফে তিয়াসা রায় ও স্বামী সুবান রায়!
২০১৭ সালের ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই স্বামী সুবানের সাথে সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী। তিয়াসার স্বামীর হাত ধরেই গ্ল্যামার জগতে আগমন। একদা হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুবানকে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “ঝগড়া অশান্তি হতেই পারে কিন্তু তাই বলে ডিভোর্স হয়ে যাবে এটাতে আমি বিশ্বাসী নই। বিয়ের সম্পর্কটা খুবই পবিত্র বলে আমি মনে করি এবং শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করব।”
তবে বিচ্ছেদের কারণ ঠিক কি? এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান দুটি মানুষের চিন্তাধারা আলাদা হওয়ায় একসাথে থাকা হয়ে পড়েছিল মুশকিল। তিনি যা চাইতেন তার স্বামী চাইতেন না। কখনো কখনো উল্টোটা হত আর এভাবে থাকা যায় না তাই তাদের এই সিদ্ধান্ত। তবে সুবান তিয়াসাকে হিংসে করেন এ ব্যাপারে অভিনেত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান “আলাদা হয়ে যাওয়া মানে কাঁদা ছোড়াছুড়ি নয়। তাদের মধ্যে এখনও বন্ধুত্ব আছে তবে মানিয়ে নিয়ে চলতে না পারার কারণেই তাদের এই সিদ্ধান্ত।”
আদালতের নির্দেশ অনুযায়ী ডিভোর্স মামলাজনিত কারণে একই ছাদের নিচে নয় মাস ছিলেন না তারা এবং অবশেষে ফেব্রুয়ারি মাসে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বর্তমানে তারা একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা জীবনপথের পথিক। তবে অভিনেত্রীর জীবনের এই দুঃসময়ে তার পাশে থাকতে অনুরাগীরাও নানান উপায়ে তাদের প্রিয় অভিনেত্রীকে মনোবল যুগিয়েছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।