স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবারের বিশ্বকাপের অন্যতম তারকা হতে পারেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। তার গতিশীল ফর্মের ওপর ভর করেই ছক কষেছে পাকিস্তান টিম। তবে নিজের গাড়ির গতিই সামলাতে পারলেন না পাকিস্তানের এই অধিনায়ক। রাস্তায় ট্রাফিক আইন ভেঙে জরিমানার মাশুলও গুনতে হয়েছে তাকে।
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে কয়েক দিন আগেই দেশে ফিরেছেন বাবর। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও অবসর সময়ও হাতে রয়েছে পাকিস্তান দল। তাই নিজের প্রিয় শহরের নানা জায়গায় গাড়ি নিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছেন বাবর। বাবর আবার গাড়িতে বসে গতির ঝড় তুলতেও ভালবাসেন। তাই করতে গিয়েই নিজ দেশে বিপাকে পড়লেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
বাবর তার নতুন অডি গাড়ি নিয়ে লাহোরের রাস্তায় বের হয়েছিলেন। নিজেই চালাচ্ছিলেন তার গাড়ির গতি দেখে সন্দেহ হয় পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশের। পরীক্ষা করে দেখা যায় সন্দেহ অমূলক নয়। বাবরের গাড়ির গতি ছিল নির্ধারিত সর্বোচ্চ সীমার থেকে বেশি। ট্রাফিক আইন ভেঙে হাতে নাতে ধরা পড়ে যান বাবর।
পাকিস্তানের ক্রিকেট অধিনায়ককে ছাড় দেননি পুলিশ কর্তারা। জরিমানার চালান কেটে ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়লেন বাবর। দিন কয়েক আগেই গাড়িতে নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেট লাগানোয় জরিমানা দিতে হয়েছিল পাকিস্তানের অধিনায়ককে।
লাহোরের লিবার্টি চকে তার গাড়ি আটকে ছিলেন শুল্ক দপ্তরের কর্তারা। গাড়ির কাগজ এবং লাইসেন্স খতিয়ে দেখা হয়। সেবারও নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেটের জন্য জরিমানা দিয়ে তবে ছাড় পান বাবর। তাকে অবিলম্বে গাড়ির নম্বর প্লেট পাল্টানোর পরামর্শও দেয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।