স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছেন বাবর আজম। নিজে টানা দুটো ম্যাচে শতরান করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানও হারিয়েছে অস্ট্রেলিয়াকে। একদিনের সিরিজে বাবরের ব্যাটে ভর করেই ঘরের মাঠে অ্যারোন ফিঞ্চদের ২-১ ব্যবধানে একদিনের সিরিজে হারিয়েছে পাকিস্তান। সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন পাকিস্তানি অধিনায়ক।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ায় পুরস্কার হিসেবে নতুন গাড়ি পেয়েছেন বাবর আজম। একদম নতুন মডেলের একটা জিপ পুরস্কার দেওয়া হয়েছে বাবর আজমকে। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি পরের দুটো ম্যাচে টানা সেঞ্চুরি করেন বাবর আজম। পাকিস্তানের বাজারদর অনুযায়ী, এই গাড়ির দাম ৭৫ লাখ টাকা। নতুন গাড়ির ছবি নিজেই পোস্ট করেন বাবর আজমের ভাই।
সাকিবকে ক্ষমা চাইতে বললেন দ. আফ্রিকার সাংবাদিক
এদিকে, সেই ছবি দেখেই বাবরকে সতর্ক করেন তাঁর সতীর্থ ইমাম উল হক। গাড়িটা সুরক্ষিত ভাবে রাখার পরামর্শ দেন পাকিস্তানের এই ক্রিকেটার। তিনি বলেন, রাস্তার ধারে গাড়িটার চাবি লুকিয়ে রেখো না। আমি তাহলে ছিনতাই করে নিতে পারি। যদিও পুরোটাই মজা করে বলেন ইমাম। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার সুবাদে আরও অনেক পুরস্কার পেলেও, প্রধান আকর্ষণ অবশ্যই এই গাড়ি। ইতোমধ্যে বাবরের বাড়িতে পৌঁছে গেছে সেই গাড়ি। আর এরপরই পাক অধিনায়কের নতুন গাড়ির ছবি পোস্ট করেন তার ভাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।