স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর খুশি নয় বাবর আজমরা। ফের এক বার লাইমলাইটে পাকিস্তান ক্রিকেট। এবার তো এমন অবস্থা তাতে বিপ্লবের পথ বেছে নিয়েছেন বাবর আজমরা। কিন্তু কী কারণে?
এখন পিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় নেই বাবর আজমরা। ৩০ জুন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে পিসিবির কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছে। দেশের বোর্ডের কাছে পাক ক্রিকেটাররা এক গুচ্ছ দাবি রেখেছেন। তার মধ্যে অন্যতম তাদের বেতন বৃদ্ধি করা হোক।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মতে, এখনও অবধি বাবর আজমসহ পাকিস্তানের বাকি ক্রিকেটাররা নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। কিন্তু কেন? আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কয়েকটি দাবি রেখেছেন বাবর আজমরা।
নাজম শেঠি যখন পিসিবির চেয়ারম্যান ছিলেন, তখন বাবরদের তার সঙ্গে ৪৫% বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছিল। এবার পাক ক্রিকেটাররা চাইছেন বর্তমান পিসিবি প্রধান জাকা আশরফের সঙ্গে সেই নিয়ে কথা বলবেন। এবং তারপরই কেন্দ্রীয় চুক্তিতে সই করবেন। দাবিগুলো হলো…
“বিশ্বের বাকি ক্রিকেট বোর্ড যেমন বেতন দেয় সেই মতো পাকিস্তানের ক্রিকেটারদেরও দিতে হবে। এ ক্ষেত্রে বাবর আজমরা তাঁদের ৪৫% বেতন বাড়ানোর দাবি করেছেন। পরিবারের স্বাস্থ্য বিমা এবং এডুকেশন পলিসি চালু করা।
স্পনসর ও আইসিসির কাছ থেকে পাওয়া টাকার পরিমাণ ক্রিকেটারদের জানানো এবং বোর্ডের কাজে স্বচ্ছতা আনা। বিদেশের লিগগুলিতে অংশগ্রহণ করার জন্য ক্রিকেটারদের NOC দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা।”
একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট টিমের সদস্যরা তাদের প্রতিপক্ষদের তুলনায় কম বেতন পান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ওডিআই ক্রিকেটে এক নম্বর ব্যাটার। কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ক্রিকেটারের মধ্যে নেই।
এবার পাক ক্রিকেটাররা চাইছেন তাদের বেতন বাড়ানো হোক এবং তাদের অন্যান্য দাবিগুলি মানা হোক। শ্রীলঙ্কা সফর থেকে পাকিস্তানে ফেরার পর এই বিষয়ে বাবর আজমদের সঙ্গে আলোচনায় বসতে পারে পিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।