স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের রাজমুকুট মাথায় নিয়েই পা রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে সম্প্রতি তার সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ব্যাট হাতে নিজের চিরচেনা পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি।
এর মধ্যে আবার যোগ হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে লজ্জাজনক হার। মোটের ওপর বেশ চাপের মধ্যে দিয়েই যাচ্ছেন বাবর। আর রোহিত শর্মার দলের সঙ্গে হারের পর তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে, সাবেক অনেক ক্রিকেটারই তাকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন।
ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা বাবর আজম ব্যক্তিগত জীবনেও নানান চড়াই-উতরাই দেখেছেন। বেশ রোমাঞ্চ পেরিয়ে পাকাপোক্ত করেছেন বর্তমানের এই অবস্থান।
বাবরকে দ্য গ্রিন ম্যানদের এ সময়ের ‘পোস্টারবয়’ বলা হয়। মাত্র ২৩ বছরেই পেয়েছিলেন অধিনায়কের গুরুদায়িত্ব। আর এখন বিশ্ব ক্রিকেটে সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্বের পাশাপাশি ‘রাজত্ব’ করছেন ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায়।
পুরোনো লাহোরে জন্ম বাবরের। বেড়ে উঠেছেন নিম্নমধ্যবিত্ত এক পরিবারে। এই শহরে বাবরের বাবার ছোট্ট ঘড়ি সারানোর দোকান ছিল। আর সেই আয়েই চলতো তাদের সংসার। তবে ক্রিকেটের প্রতি ছোটবেলা থেকে অন্যরকমের ভালোবাসা ছিল তার।
দ্য গ্রিন ম্যানদের ক্রিকেটে বিখ্যাত আকমল ভ্রাতৃত্রয় (উমর আকমল, কামরান আকমল ও আদনান আকমল) সম্পর্কে চাচাতো ভাই বাবর আজমের। সেখান থেকেই ক্রিকেট মঞ্চে পথচলা শুরু তার।
২০০৬ সালে লাহোরের বিখ্যাত গাদ্দাফি স্টেডিয়ামে বলবয়ের কাজ করতেন তিনি। সেখানে জেপি ডুমিনির একটি ওভার বাউন্ডারি ক্যাচ ধরেন বাবর। সেটার পরই সবার নজরে আসেন তিনি। সেখান থেকে ডাক পান ট্রায়ালে। তবে ট্রায়ালে পরে যাওয়ার মতো জুতাও ছিল না তার। এরপর ভাই কামরান আকমলের কাছ থেকে জুতা ধার করে গিয়েছিলেন সেই ট্রায়ালে। সেখান থেকেই স্বপ্নমঞ্চে যাত্রা।
সেদিনের জুতা ধার করা বাবর এখন প্রায় ৫০ কোটি টাকার মালিক। দ্য গ্রিন ম্যানদের অধিনায়ক হিসেবে প্রতি মাসে বেতন পান প্রায় সাড়ে ৫ লাখ টাকা। আর পাকিস্তান ক্রিকেটে অন্যতম ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিতি আছে তার। নামীদামি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও পান মোটা অঙ্কের সম্মানী।
এতকিছুর মাঝেও নিজের শেকড় ভোলেননি বাবর। নিয়মিতই বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করতে দেখা যায় তাকে। গত বছরে দায়িত্ব নিয়েছেন ২৫০ জন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার।
পুরোনো লাহোর ছেড়ে বর্তমানে স্থায়ী হয়েছেন সেখানকার অভিজাত পাড়ায়। সেখানে বিলাসবহুল বাড়ির পাশাপাশি আছে বিশাল বাগান ও জিম। বাড়িতে শোভা পেয়েছে সাদা পাথরের টাইলস এবং বিভিন্ন চিত্রকর্ম।
গাড়ি ও মোটরসাইকেলের প্রতিও ভিন্ন রকমের আকর্ষণ আছে এই ক্রিকেটারের। তার সংগ্রহে আছে আউডি, বিএমডব্লিউ, বিএআইসি জিপ। এ ছাড়া ইয়ামাহা ও বিএমডব্লিউর সুপারবাইকও আছে তার।
ওয়ানডে বিশ্বকাপের পরপরই তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে। পাত্রীর নাম নাদিয়া। এর আগে, ২০২২ সালে তাদের আংটি বদল হয়েছে। যদিও নাদিয়ার সঙ্গে তাকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।