বিনোদন ডেস্ক : সদ্যই বলিউডে ৩৯ বছর পূরণ করেছেন অনিল কপূর। দেখতে দেখতে বলিউডে প্রায় চার দশক কাটিয়ে ফেললেন অভিনেতা। অভিনয় করেছেন বহু ছবিতে। তার মধ্যে বেশ কিছু ছবি বক্স অফিসে রেকর্ড তৈরি করে। ছবি নির্মাতা সুরিন্দর কপূর ও নির্মলা কপূরের সন্তান অনিলের ছোটবেলাটা কেটেছে নানা কাজ করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ছোটবেলার দিনগুলো ফিরে দেখলেন অনিল। জানালেন, টিনএজ বয়সে যখন তাঁর বাবা অসুস্থ ছিলেন, সেই সময় কোন কাজ করতে হয় তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা অনিল কপূর জানাচ্ছেন যে, যখন তাঁর ১৭ কি ১৮ বছর বয়স, তখন তিনি স্পট বয় হিসেবেও কাজ করেন। অনিল কপূর বলছেন, ‘আমরা সকলেই জানি যে, ওঁর (বাবার) হৃদরোগের সমস্যা ছিল। সেই দিনগুলো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি। আমার জীবনে ওই দিনগুলো অনেকটা টার্নিং পয়েন্টের মতো ছিল। আমি বলেছিলাম, আমি কাজ করতে চাই। আর বাবাকে আরাম দিতে চাই। তখন আমার বয়স খুব বেশি নয়। সতেরো কি আঠেরো বছর বয়স তখন আমার।’
স্পট বয়ের কাজকে একেবারেই অস্বাভাবিক কাজ হিসেবে মানতে নারাজ অনিল কপূর। তিনি বলছেন, ‘আমি একেবারেই ওই কাজগুলোকে অস্বাভাবিক কাজ হিসেবে মনে করতে পারব না। কারণ, স্পট বয়ের কাজ করতে আমি ভালোবাসতাম। আমার ভালো লাগত কাজগুলো করতে। অভিনেতাদের সময় মতো জায়গায় পৌঁছে দেওয়া, তাঁদের বিমানবন্দর থেকে নিয়ে আসা, চা বিরতিতে তাঁদের স্ন্যাকস থেকে চা দেওয়া, লোকেশনে তাঁদের পৌঁছে দেওয়া, সমস্ত কাজই আমি ভালোবেসে করতাম। তাই বলতে গেলে, ওই অস্বাভাবিক সমস্ত কাজগুলোই কেরিয়ারের শুরুর দিকে আমি করেছি।’
প্রসঙ্গত, অনিল কপূরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘যুগ যুগ জিও’ ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন বরুণ ধবন, কিয়ারা আডবাণী। অনিলকে দেখা যায় নীতু কপূরের বিপরীতে। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।