কোহলিকে টপকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড বাবরের

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। এই রেকর্ড গড়ার পথে পাকিস্তানের অধিনায়ক ছাড়িয়ে গেছেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে।

ভারতীয় তারকাকে ছাড়িয়ে যেতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাবর আজমের দরকার ছিল ১৬ রান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৩ বলে মাত্র ৪৪ রানের ইনিংস খেলে রেকর্ড রানের মালিক হন বাবর আজম।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। বাবর আগলে রাখেন অন্য প্রান্ত। প্রথম ২৪ বলে তার রান ছিল মাত্র ১০!

পরে রানের গতি কিছুটা বাড়ান ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। ১৬তম ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৪৩ বলে ৪৪ রান করে। ৩ চার ও ২ ছক্কায় গড়া তার ইনিংসটি।

টি-টোয়েন্টিতে ১১০ ইনিংসে ৪ হাজার ৩৮ রান নিয়ে এতদিন চূড়ায় ছিলেন কোহলি। তাকে বাবর ছাড়িয়ে গেলেন ১১৩ ইনিংসে। ৩টি সেঞ্চুরি আর ৩৬টি ফিফটির সাহায্যে বাবর আজম করেন ৪ হাজার ৬৭ রান।