জুমবাংলা ডেস্ক : চীনে বসে স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার পরিকল্পনা করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। মিতুর ব্যবসার ৭০ হাজার টাকায় কেনা অস্ত্র দিয়েই খুন করা হয় মিতুকে। আজ মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেছেন নিহত মাহমুদার মা শাহেদা মোশাররফ।
সাক্ষ্যকালে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে চিৎকার করে কান্না করতে থাকলে আদালত চেয়ারে বসে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন।
সাক্ষ্যে শাহেদা মোশাররফ বলেন, ১৫ দিন আগে বাবুল আক্তারের মা টেলিফোন করে বলেছেন, তাঁর সন্তান মিতুকে খুন করেছে। তাকে যেন আমি মাফ করে দিই।
তিনি বলেন, শুরু থেকেই বাবুল-মিতুর দাম্পত্য সম্পর্ক ‘ভালো ছিল’ না। বাবুলের ‘পরকীয়ার’ ঘটনা জানার পর তা মা-বোনকে নিয়েছিলেন মিতু। এরপর মিতুকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বাবুল। তাতে অতিষ্ট হয়ে মিতু তিন-চারবার আত্মহত্যার চেষ্টা করেন।
মিতুর মা জানান, ২০১৪ সালে বাবুল জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যান। বাসায় রেখে যান তাঁর একটি মুঠোফোন। তাতে বেশ কয়েকটি খুদে বার্তা পান মাহমুদা। বাবুলের সঙ্গে সম্পর্ক থাকা সেই নারী বাবুলকে খুদে বার্তাগুলো দিয়েছিলেন।
মিশন থেকে দেশে ফেরার পর বাবুল চীনে যান জানিয়ে শাহেদা মোশাররফ বলেন, ‘মূলত সেখানে বসে বাবুল মাহমুদাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী অস্ত্র কেনার জন্য বাবুল তাঁর সোর্স (তথ্যদাতা) কামরুল শিকদার ওরফে মুসাকে ৭০ হাজার টাকা দেন। আর পুরো খুনের ঘটনায় মুসা তাঁর সহযোগীদের ব্যবহার করেন। মাহমুদাকে খুনের জন্য বাবুল যে তিন লাখ টাকা দেন, তা ছিল মাহমুদার ব্যবসার টাকা।’
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ জানান, সাক্ষ্য শেষ হওয়ার পর শাহেদা মোশাররফকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে আদালত জেরা মুলতবি রেখে বুধবার পরবর্তী দিন রাখেন।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। খুনের ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা হয়। ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। ২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিচার শুরু হয়। এই মামলায় ৪৯ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।