বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। রুপালি জগতে তাকে সবাই ‘অক্ষয় কুমার’ নামেই চেনেন। তবে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমাকেও হার মানায়।
কারণ অক্ষয় কুমার এক সময় ঢাকার পূর্বাণী হোটেলে বাবুর্চির কাজও করেছেন। আজ তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা! নাম-খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল অর্থের মালিকও হয়েছেন। কিন্তু ৫৬ বছর বয়সি অক্ষয় কত টাকার মালিক?
লাইফস্টাইল এশিয়ার বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ ৭৪২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৪ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি।
অক্ষয় কুমার প্রতি বছর গড়ে ৪-৬টি সিনেমায় অভিনয় করেন। প্রতি সিনেমার জন্য ১৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। শুধু চলচ্চিত্রে অভিনয় করেই এই অর্থ আয় করেননি অক্ষয়। বরং ব্যবসায় বিনিয়োগ করেছেন। তা ছাড়াও নামিদামী বিজ্ঞাপনের মডেল হয়েও মোটা অঙ্কের অর্থ কামিয়েছেন এই নায়ক। প্রতি বিজ্ঞাপনের জন্য ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন অক্ষয়।
১৯৮৭ সালে ‘আজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অক্ষয় কুমারের। এতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৯১ সালে ‘সুগন্ধা’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খিলাড়ি’ সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন অক্ষয়। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করেছে।
অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা। গত ১১ এপ্রিল মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।
বর্তমানে অক্ষয় কুমারের হাতে ১০টি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘সিংহম এগেন’, ‘স্কাই ফোর্স’, ‘ওয়েলকাম টু জঙ্গল’, ‘জলি এলএলবি থ্রি’, ‘হেরা ফেরি থ্রি’ প্রভৃতি। চলতি বছরে ৬টি সিনেমা মুক্তির কথা রয়েছে। বাকি চারটি ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।