আন্তর্জাতিক ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ায় কত ধরনের ভিডিওই না ভাইরাল হয়। তবে শিশুদের যে কোনও ভিডিওই সকলে বেশ পছন্দ করেন। শিশুরা নিজেদের আচরণ, অভিব্যক্তিতেই মানুষের মনের খুব প্রিয় হয়। সম্প্রতি ভাইরাল হওয়া তেমনই একটি শিশুর ভিডিও দেখলে আপনি যেমন আনন্দ পাবেন তেমনই আবার অবাকও হবেন। আসলে আমরা 2-3 বছরের শিশু বেশিক্ষণ জলে থাকলেই চিন্তিত হয়ে পড়ি। আর সেখানে যদি মাত্র 4 মাসের শিশুকেই পুলের জলে সাঁতার কাটতে দেখা হয় তাহলে বিস্ময়ের কারণ আছে বই কী!
টুইটারে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, একটি সুইমি পুলের সামনে এক মহিলা একটি ছোট্ট শিশুকে সাঁতার কাটানোর চেষ্টা করাচ্ছেন। তবে শিশুটি হাঁটতে তো দূরের কথা, এখনও হামাগুড়িও ঠিকমতো দিতে শেখেনি। আর সেই কোলের শিশুকেই সাঁতার কাটানোর জন্য পুলে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেন মহিলা। তারপর সে নিজেই ধীরে ধীরে জলে নামতে শুরু করেন। ভাইরাল ভিডিওর ক্য়াপশন দেওয়া হয়েছে, “সাঁতার প্রশিক্ষক কীভাবে সাঁতার কাটতে হয় শিশুটিকে শেখাচ্ছেন।”
ভিডিওতে ওই মহিলা হলেন একজন সাঁতারের প্রশিক্ষক। যিনি দুধের শিশুকেও অবলীলায় সাঁতার শেখাতে পারেন। ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা প্রথমে শিশুকে ইশারায় ডাকতে শুরু করেন এবং শিশুটিও সেই ডাকে সাড়া দেয়। এমনকী এরপরই শিশুটিকে জলে ভাসতেও দেখা যায়। আর সেই মুহুর্তে একবার শিশুটি খানিকটা জলে ডুবে যেতে থাকলেও প্রশিক্ষক স্নেহের পরশে তাকে আদর করে তুলে নেয়। আর সুইমিং পুলের অন্য কোনও সাতারু দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। এমনকী ভিডিওতে এমন দৃশ্যের সাক্ষী থাকতে পেরে আশপাশের কয়েকজনকে বেশ উৎসাহ দিতেও শোনা যাচ্ছে।
দেখে নিন সেই ভিডিও:
Instructor teaches baby how to swim pic.twitter.com/QG7rRUDQ8q
— Learn Something (@perspectivewow) February 6, 2023
ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হতে থাকে। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। শিশুর প্রতি ভালোবাসা জানিয়েছেন সকলে। এক নেটিজেন যেমন লিখেছেন, “এমন দৃশ্য সত্যি দুর্লভ।” আবার আরেকজন লিখেছেন, “আমি চমকে গিয়েছে ভিডিও দেখে।”
কথায় বলে জলে না নামলে সাঁতার শেখা যায় না। কিন্তু তাই বলে 4 মাসের খুদে সাঁতার কাটবে ভেবেছেন কখনও? আসলে বিশ্বাস না হলেও সেই প্রচলিত কথাই বাস্তবে করে দেখিয়ে যেন অসাধ্য সাধন করেছে ওই খুদে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।