আন্তর্জাতিক ডেস্ক : সন্তানকে সুস্থ রাখতে তার খাওয়া-দাওয়ার উপর বিশেষ নজর দেন বাবা-মায়েরা৷ ছোট থেকে যেন কোনভাবে অপুষ্টিতে না ভোগে সন্তান, সেই দিকে সবসময় খেয়াল রাখেন তারা৷ তবে গুজরাতের গান্ধিনগরে ঘটে গেল এক অদ্ভূত ঘটনা৷ সন্তানের খাদ্যাভ্যাস নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় হাতাহাতি৷ এমনকী স্ত্রী পেটাতেও পিছনা হননি গুণধর স্বামী!
স্ত্রী পেশায় ইঞ্জিনিয়ার৷ বয়স ৩৭ বছর৷ সন্তানকে বেশি বেশি দুধ খেতে দিচ্ছেন তিনি৷ এর ফলে শিশুটির ওজন প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাচ্ছে, এমন অভিযোগ এনেছেন স্বামী৷ শাস্তি স্বরূপ স্ত্রীকে মেরে ঘর থেকে বের করে দিয়েছেন তিনি৷ স্বামীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন স্ত্রী৷
থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী৷ শুধু স্বামী নয়, শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি৷ শ্বশুরবাড়ি থেকে তাঁর নিয়মিত উপর চাপ দেওয়া হত পণের জন্য৷ ২৫ লক্ষ টাকা দাবি করা হত তার কাছে৷
এরপর পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা৷ সন্তানকে অতিরিক্ত দুধপান করিয়েছেন তিনি, যার ফলে সন্তানের ওজন বেড়ে গিয়েছে ব্যাপক হারে৷ এই অভিযোগ করতে শুরু করেন তাঁর স্বামী৷ থানায় লিখিত অভিযোগ করার পর স্বামী ও শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ
পুলিশের সন্দেহ এর পিছনে রয়েছে অন্য কোনও গল্প৷ কারণ সন্তানের ওজন বেড়ে যাওয়া নিয়ে এভাবে কখনই স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে না৷ সন্তানের ওজন তুলনামূলক বেশি হলে, চিকিৎসকের পরামর্শে তা কমানো যায়৷ কী কারণে স্ত্রীর গায়ে হাত তুললেন স্বামী, তা খতিয়ে দেখা হচ্ছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।