জুমবাংলা ডেস্ক : প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই সমস্ত ভিডিও কখনো আমাদের মনে আনন্দ দেয় আবার কখনো দুঃখ দিয়ে থাকে। আমাদের চারপাশে ঘটে যাওয়া অবাস্তব কিছু ঘটনা দেখলে কিছু মানুষ সেগুলো ভিডিও করে আপলোড করে দেয়া সোশ্যাল মিডিয়ায়।
আর তারপরে শেয়ার হতে হতে একসময় ভিডিও গুলো ভাইরাল হয়ে যায়। এই সমস্ত ভাইরাল ভিডিও গুলোর মধ্যে পশু পাখিদের ভিডিও হামেশাই দেখা যায়। পশু পাখিদের নানান ক্রিয়াকলাপ নেটিজেনদের অনেক বেশি আকর্ষিত করে থাকে। সম্পতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।
এখন অনেক বাড়িতেই কোন না কোন পশু বা পাখি পোষা হয়ে থাকে। কুকুর, বেড়াল এবং বিভিন্ন ধরনের পাখি মূলত পুষতে দেখা যায় অধিকাংশ বাড়িতে। কিন্তু বাঁদর ছানা পোষে এমন মানুষ খুব কমই রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে একটি বাড়িতে পোষ্য হিসেবে বাঁদর ছানা রাখা হয়েছে। তবে ভিডিওটির মধ্যে সবথেকে বেশি যে জিনিসটি আকর্ষণ করেছে নেটিজেনদের তা হল একটি ছোট্ট সদ্যজাত শিশুর সাথে সেই বাঁদর ছানার বন্ধুত্ব। দেখা যায় ওই ছোট্ট শিশুটি ঘুমিয়ে রয়েছে এবং তাঁকে জড়িয়ে শুয়ে রয়েছে সেই বাঁদর ছানাটি।
বাড়িতে পোষ্য থাকলে বাড়ির ছোট বাচ্চারা সেই পোষ্যের সাথে মিলেমিশে বন্ধুর মতো থাকে এমন অনেক বাড়িতেই হয়। তবে বাঁদর ছানার সাথে শিশুর বন্ধুত্ব অধিকাংশ নেটিজেনরা প্রথম দেখেছে বলে দাবি করেছেন। ভিডিও শুরুতেই দেখা গেছে বিছানায় একটি ছোট্ট পুতুলের সাথে খেলা করছে ওই বাঁদর ছানা আর ছোট্ট শিশুটি।
দুজনেই দুজনের হাত ধরে খেলা করছে। এরপরেই দেখা যায় ছোট্ট শিশুটি উপুর হয়ে বিছানায় শুয়ে রয়েছে আর তাঁর ওপরে শুয়ে রয়েছে বাঁদর ছানাটি। তাঁদের রসায়ন দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে তাঁরা কত ভালো বন্ধু। ভিডিওটিতে দেখা গিয়েছে ছোট্ট শিশুটি যেমন জামা কাপড় পড়ে রয়েছে, তেমন বাঁদর ছানাটিকেও জামা ও প্যান্ট পরানো হয়েছে।
‘Monkey Kaka’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। এরপর সেখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে করতে বর্তমানে ভিডিওটি ভাইরাল হয়েছে। প্রায় ২ কোটি মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক করেছেন ৬.৭ হাজার মানুষ। ভিডিওর শেষে বাঁদর ছানা ও ছোট্ট শিশুটি ঘুমানোর দৃশ্য আবেগপ্রবণ করে তুলেছে নেটিজেনদের। অধিকাংশ নেটিজেন লিখেছেন ভিডিওটি খুব মিষ্টি এবং এই ভিডিও যে কারোর মন ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আরো অনেকে মন্তব্য করেছেন যে, এই ভিডিওতে বাদর ছানা ও ছোট্ট শিশুর বন্ধুত্ব দেখার মতন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।