কথা ও ছন্দের কারণে শিশুদের কাছে জনপ্রিয় একটি গান ‘বেবি শার্ক ডান্স’। যেটির ভিডিও ইউটিউবে দেখা হয়েছে ১৬ বিলিয়নের বেশি। দক্ষিণ কোরিয়ায় কয়েক বছর আগে গানটির ছন্দ নকলের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সে মামলার রায় দিয়েছেন আদালত।
দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত রায়ে বলেছেন, বিশ্বব্যাপী জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার শিশুদের গান ‘বেবি শার্ক ডান্স’ নকল নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক এক সুরকারের করা কপিরাইটের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সুরকার জনি অনলি (আসল নাম জনাথন রাইট) সিউলে একটি মামলা করেন।
অভিযোগ করেন, ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার শিক্ষাবিষয়ক স্টার্টআপ ‘স্মার্টস্টাডি’ তাঁর ২০১১ সালে প্রকাশিত একটি গান নকল করেছে।
মামলায় জনাথন রাইট ৩ কোটি ওন (২১ হাজার ৭০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবি করেন। তাঁর মূল অভিযোগ ছিল, স্টার্টআপ কোম্পানিটি তাঁর কাজের বেস লাইন ও ছন্দসহ কিছু উপাদান নকল করেছে।
তবে স্মার্টস্টাডি যুক্তি দেয়, তাদের বানানো গানের সংস্করণটি উত্তর আমেরিকার একটি গান থেকে অনুপ্রাণিত। তবে সেটি কপিরাইট সুরক্ষার আওতায় নয়।
বিষয় : গান কপিরাইট সনদ আদালত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।