শোবার ঘরে মিলল গোখরা সাপের ২২টি বাচ্চা

সাপের বাচ্চা

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি বাড়িতে ২২টি বিষধর গোখরা সাপের বাচ্চা মিলেছে। এরমধ্যে ১৫টি মেরে ফেলা হয়েছে ও ৭টি জীবিত উদ্ধার করা হয়েছে।

সাপের বাচ্চা

বুধবার (৯ আগস্ট) স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনিসুর রহমান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় পৌর সদরের ৪ নাম্বার ওয়ার্ডের মো. হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস জানান, দুই থেকে তিন ধরে বাড়ির শোবার ঘরের বিভিন্নস্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। পরে একে একে প্রায় ১৫টি গোখরা সাপের বাচ্চা মেরে ফেলা হয়।

তিনি আরও জানান, সাপুড়েদের সংবাদ দিয়ে বাড়ির বিভিন্নস্থানে তল্লাশি চালিয়ে প্রায় সাতটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। কিন্তু বড় সাপটি ধরতে পারেনি।

সাপুড়ে রিয়াজ মিয়া জানান, একটি গোখরা সাপ ৪২ থেকে ৩২টি করে ডিম পাড়ে এবং বাচ্চা হয়। এ ঘটনার সংবাদ পেয়ে হাসানের বাড়ি থেকে সাতটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন আরও প্রায় ১৫টি সাপের বাচ্চা মেরে ফেলেছে। বড় সাপ দুটি ধরা সম্ভব হয়নি।

মন খারাপ নুসরাতের, খুঁজছেন নতুন প্রেমিক!

প্যানেল মেয়র মো. আনিসুর রহমান লিটন জানান, বুধবার সংবাদ পেয়ে হাসানের বাড়িতে গিয়ে দেখি ওই দৃশ্য। সাপুড়েরা বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে গেছে।