আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮৫০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। দেশটিতে গতকালের এ ট্রেন দুর্ঘটনাকে শতকের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ট্রেন দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া এক যাত্রীর মুখে এর বর্ণনা দিয়েছে। সঞ্জয় মুখিয়া নামে ওই দিনমজুর করমণ্ডল-শালিমার এক্সপ্রেসে করে চেন্নাই যাচ্ছিলেন। তিনি জানান, সেইসময় তিনি ট্রেনের টয়লেটে ছিলেন, এরপর আচমকা ব্যাপক কম্পন অনুভব করেন।
এনডিটিভিকে সঞ্জয় বলেন, সবকিছু কাঁপছিল এবং আমরা টের পাচ্ছিলাম বগিগুলো পড়ে যাচ্ছে। বিহারের এ বাসিন্দা ভাগ্যক্রমে বেঁচে গেলেও আহত হয়েছেন। তিনি জানান, রেললাইনে অনেক অঙ্গপ্রত্যঙ্গ দেখেছেন।
আরেক যাত্রী জানান, ট্রেনটি যখন লাইনচ্যুত হয় তখন আমি ঘুমাচ্ছিলাম। এরপর ১০-১৫ জন আমার উপরে পড়ে যায়। আমি যখন কামরার বাইরে আসি তখন বিভিন্ন অঙ্গ দেখতে পাই পড়ে আছে। অনেকের মুখ বিকৃত হয়ে গেছে।
মোহাম্মদ আকুইব ২৬ জনের দল তিনটি বগিতে করে যাচ্ছিলেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন যারা কেরালায় নামতেন। তিনি বলেন, আমরা এস-৪, এস-৩ এবং এস-২ বগিতে ছিলাম। হুট করে একটি শব্দ শুনতে পাই এবং বগিগুলো লাইনচ্যুত হয়। তবে আমাদের সবাই নিরাপদে ছিলাম।
দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির রেলওয়ে মন্ত্রণালয়। অনুভব দাস নামে করমণ্ডল এক্সপ্রেস বেশ কয়েকটি টুইটে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, এই দুর্ঘটনায় তিনটি ট্রেন জড়িত ছিল। তিনি ২০০-২৫০ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।
ইতোমধ্যে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে তিনি প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ওডিশায় যাচ্ছেন মোদি।
সেখানে মোদি হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, মোদি প্রথমে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শনে যাবেন। এরপর যাবেন হাসপাতালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।