বিনোদন ডেস্ক : অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবিটি বেশ ভালোই টেক্কা দিচ্ছে ‘দ্য় কাশ্মীর ফাইলস’ সিনেমাটিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় খোলসা করলেন এই ছবির অভিনয়ের সময় সবচেয়ে বড় কোন জিনিসটি তাঁর কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও এসবে খুব একটা সমস্যা আসেনি। বরং, বেশ ফাটফাটিই কাজ করেছেন খিলাড়ি বরাবরের মতো। দর্শক থেকে চলচ্চিত্র সমালোচকরা তো তেমনটাই বলছে।
‘বচ্চন পাণ্ডে’তে অক্ষয়ের একটা চোখ পাথরের। আর সেটার জন্য সাদা লেন্স পরতে হয়েছিল তাঁকে। অক্ষয় জানালেন ওটাই ছিল কাল। ওই সেন্সের কারণে তিনি কিচ্ছু দেখতে পারছিলেন না। সামনের সবকিছু ঝাপসা লাগছিল। শুধু বুঝতে পারতেন সামনে কোনও একটা মানুষ দাঁড়িয়ে আছে।
অক্ষয়ের কথায়, ‘ওই লেন্স পরা আর তারপর খোলা খুব কষ্টকর ছিল। মনে হত জীবন বের হয়ে যাবে। কারণ আমি নিজে পারতাম না তা করতে। আমায় কারও একটা সাহায্য নিতে হত। ওটা খুব বড় একটা লেন্স ছিল। আমি সামনের সব কিছুই ঝাপসা দেখতাম। আর ওইভাবেই শ্যুট করেছিলাম। আমি শুধু বুঝতে পারতাম হ্যাঁ সামনে কেউ েকটা দাঁড়িয়ে আছে।’
শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘বচ্চন পাণ্ডে’। অক্ষয়ের সাথে ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, ববি দেওল, আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্ডেজ, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, সঞ্জয় মিশ্র, অভিমন্যু সিং। পরিচালনায় ফারহাদ সামজি। ২০১৪-র তামিল ছবি জিগরঠান্ডা-র রিমেক ‘বচ্চন পাণ্ডে’। শুক্র ও শনিবারে বক্সঅফিসে মোট ২৫.২৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। মুক্তির দিনে ১৩.২৫ কোটি ও দ্বিতীয় দিনে ১২ কোটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।