বিনোদন ডেস্ক : গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে অনেকদিন পর পাইরেসির কবলে পড়লো ইন্ডাস্ট্রি। ছবিটি বাণিজ্যিক বিচারে ভালোই মার খেলো শুধু পাইরেসির কারণে।
এবার খবর মিলছে ছোট পর্দার আরেক বড় কনটেন্ট ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনটিও পাইরেসি হয়ে গেছে! যে সিজনটি ওটিটি, টিভি ও ইউটিউবের মাধ্যমে সম্প্রতি ধারাবাহিকভাবে প্রচার হয়ে আসছিলো। মিলছিলো দর্শক সাড়া। এরমধ্যেই সেটি পড়লো পাইরেসির কবলে। এমনটাই জানান সিরিজটির নির্মাতা-প্রযোজক কাজল আরেফিন অমি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে নির্মাতা অমি জানিয়েছেন যে, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন এরমধ্যে।
অমি বলেছেন, ‘‘বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।’’
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে।
বলা দরকার, গত মাসে বঙ্গ অ্যাপে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম ৮ পর্ব মুক্তি পেয়েছে। ইউটিউবের পাশাপাশি নাটকটি চ্যানেল আইতেও প্রচার হচ্ছে।
চ্যানেল আই-তে প্রচার শুরু হয়েছে ১০ জুলাই থেকে, প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে। একই সময়ে সিরিজটি উন্মুক্ত হচ্ছিলো ইউটিউব চ্যানেলেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।