কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনে অভিনয় করছেন আখতারুজ্জামান মালু দেওয়ান। তবে অভিনয়জগতে তার পথচলা শুরু হয়েছিল ক্যামেরার পেছনে। একসময় তিনি ছিলেন লোকেশন খোঁজার ম্যানেজার। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে শুটিংয়ের উপযুক্ত জায়গা ঠিক করে দিতেন, যাতে নির্মাতাদের কল্পনার দৃশ্য বাস্তবে রূপ পায়।

ধীরে ধীরে ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। তবে প্রকৃত পরিচিতি আসে ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের মাধ্যমে। এই ধারাবাহিকে কাজ করার সুযোগকেই নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন মালু দেওয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “২০২৬ সালে আমি কী হারিয়েছি, ১৫ মিনিট ভেবেও মনে করতে পারছি না। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যা এখনো চলমান—দেশের সবচেয়ে জনপ্রিয় মেগা সিরিজ কাজল আরেফিন অমি ভাইয়ের ব্যাচেলর পয়েন্ট সিজন–৫।”
ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন,
“আমার বাড়ি রংপুর। রংপুরসহ আশপাশের এলাকার মানুষ আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। আপনাদের দোয়া ও ভালোবাসার কারণেই মালু দেওয়ান বা মালু দালাল চরিত্রটি আজ এত জনপ্রিয়।”
তিনি অকপটে স্বীকার করেন, ব্যাচেলর পয়েন্ট সিজন–৫ তার পুরো জীবনটাই বদলে দিয়েছে। পাশাপাশি তিনি তৌহিদ তালুকদার, সজিব, তৌসিফ, মামুনসহ বুম ফিল্মসের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানান। নিজের মা ও নিজের জন্য দোয়া কামনাও করেন এই অভিনেতা।
এর আগে আখতারুজ্জামান মালু দেওয়ান অভিনয় করেছেন ওয়েব ফিল্ম ‘অসময়’, নাটক বিদেশ, ফিমেল–৪, ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স, চলচ্চিত্র দাগী ও ব্ল্যাক মানি-তে। তবে দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের মাধ্যমেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


