বিনোদন ডেস্ক : জনপ্রিয় কৌতুকধর্মী ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। অল্প সময়েই নাটকটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে। এরপর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিজন ৫-এর জন্য। অবশেষে নির্মাতা দিলেন বহুল প্রত্যাশিত সুখবর।
Table of Contents
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক প্রকাশের ঘোষণা
নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই প্রকাশিত হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক। মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন,
“আগামীকাল বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর ফার্স্ট লুক।”
ব্যাচেলর পয়েন্ট: জনপ্রিয়তার ধারাবাহিকতা
২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। এই সিরিজটির প্রতিটি সিজনই দর্শকমহলে আলাদা এক প্রভাব ফেলেছে। নির্মাতা কাজল আরেফিন অমির হাত ধরে ২০১৭ সালে যাত্রা শুরু করা এই ধারাবাহিক নাটকটি এখন পর্যন্ত চারটি সিজন দর্শকদের উপহার দিয়েছে।
দর্শকদের ভালোবাসায় সিক্ত ব্যাচেলর পয়েন্টের চরিত্রগুলো
নাটকের প্রতিটি চরিত্রই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। বিশেষ করে পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। নাটকের গল্পে হাস্যরসের পাশাপাশি জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে, যা দর্শকদের আনন্দ, দুঃখ আর আবেগে ভাসিয়েছে।
দুই বছর পর নির্মাতার নতুন ঘোষণা
গত দুই বছরেও নির্মাতা কাজল আরেফিন অমিকে এই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অবশেষে তিনি জানালেন, দর্শকদের আর বেশি অপেক্ষা করাতে চান না। খুব শিগগিরই ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করেছেন যারা
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন : মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।