বাংলাদেশের নাটক সংস্কৃতি মানে প্রেম-ভালোবাসা, ঝগড়াঝাঁটি, দুষ্টামি-ফাজলামি; এর বাইরে বাস্তব সংস্কৃতি নিয়ে খুব কম নাটকই দেখা যায়। বাংলাদেশসহ উপমহাদেশের নাটক বা এই ধরনের কনটেন্ট দেখলে মনে হয় দুনিয়াতে ছেলেমেয়েদের প্রেম ছাড়া আর কিছুই নেই। নাটক-সিনেমা বা এই ধরনের কনটেন্ট সমাজের সত্যিকারের রিপ্রেজেন্টেশন হতে পারে তা উপমহাদেশের অধিকাংশ কনটেন্ট দেখলে বুঝাই যায়না।
বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে লাইমলাইটে এসেছেন এবং তার পরিচালনার অধিকাংশ নাটকই বর্তমান সময়ের কম বয়সীদের টার্গেট করে এবং সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ভিউ পাওয়ার জন্য কমার্শিয়াল নাটক বা কনটেন্ট।
কাজল আরেফিন অমির ব্যাচেলর রমাদান নাটকটি একটু আলাদা। নাটকটিতে মুসলিমদের সবচেয়ে বড় এবং ভাবগাম্ভীর্যপূর্ণ রমজান মাস নিয়ে করা। এই নাটকটি এত দ্রুত এত ভিউ আসার পরে আমরা বলতেই পারি ভালো কনটেন্ট বা যেসব কনটেন্ট আমাদের ধর্মীয় বা সামাজিক মূল্যবোধ রিপ্রেজেন্ট করে ঐ ধরনের কনটেন্ট সময় উপযোগী করে তৈরি করতে পারলে মানুষ দেখে।
ঈদ উপলক্ষে প্রচারিত হয়েছে অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’র বিশেষ একটি পর্ব; যেটির নাম ‘ব্যাচেলর রমজান’। শুক্রবার রাত ৯টায় ইউটিউবে ধ্রুব টিভির চ্যানেলে উন্মুক্ত করা হয় এটি। ‘ব্যাচেলর রমজান’ নাম দেওয়া এই পর্বটি তৈরি হয়েছে মূলত টেলিফিল্ম আকারে। এটি প্রকাশের প্রথম তিন ঘণ্টাতেই গড়েছে নতুন রেকর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক কাজল আরেফিন অমি।
নাটকটি মাত্র তিন দিনে ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে। এত দ্রুত বাংলাদেশী খুব কনটেন্ট ভাইরাল হয়ে থাকে। এই বিশেষ পর্বে অমি’র অন্য নাটকগুলোর মতো একই আর্টিস্ট দেখা গেলেও গল্প এবং ট্রেন্ড ছিল একেবারেই আলাদা।
‘ব্যাচেলরস রমজান’-এ অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকারা। মূল চরিত্রগুলোতে ছিলেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গে আছেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।