জুমবাংলা ডেস্ক : তীব্র গরমে অস্থির হয়ে উঠেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। কিন্তু আগামী দুই দিনেও ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে তাপপ্রবাহ আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে দু’এক পশলা বৃষ্টি হচ্ছে। তবে যে ভ্যাপসা গরম পড়েছে তাতে এই হালকা বৃষ্টিতে কাজ হবে না। দরকার টানা ভারি বৃষ্টি। তবে আগামী দুই দিনেও দেশের কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, গরমে ঘেমে গেলেও ঘাম শুকাচ্ছে না। এতে ভ্যাপসা একটা ভাব তৈরি হচ্ছে। এ কারণে যতটুকু তাপমাত্রা বেড়েছে, তাপ তারও চেয়ে বেশি অনুভূত হচ্ছে।
এদিকে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা জানানো হয়, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরো জানানো হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।