বিনোদন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন।
সম্প্রতি এক ভিডিও বার্তায় নির্মাতা অনন্য মামুন জানান, আগামী ২ ফেব্রুয়ারি ‘দরদ’ সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল। তবে নির্ধারিত তারিখে সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, বলেছিলাম নির্বাচনের পরে ছবিটির আপডেট জানাব। সেই আপডেট জানানোর জন্যই ফেসবুক লাইভে এসেছি। আমরা ‘দরদ’-এর একটি বড় প্ল্যান করছি। ইভেন্টের মতো একটি রেজিস্ট্রেশন হবে ছবিটির। যেমন— ফোক ফেস্টে দেখি, বড় ইভেন্টে সবাই রেজিস্ট্রেশন করে। আমরা ৫০ হাজার ‘শাকিবিয়ান’-এর জন্য রেজিস্ট্রেশন ওপেন করে দেব। এই রেজিস্ট্রেশন করা ভক্তদের নিয়ে ছবির গান ও ট্রেলার একই দিনে মুক্তি দেব। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি। ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। একটাই কারণ, আমাকে ছবিটি আরো চার ভাষায় প্রস্তুত করতে হবে। বলার জন্য বলিনি প্যান ইন্ডিয়ান মুভি, একসঙ্গে বাংলাদেশ-ভারতসহ ৩০ দেশে একই দিনে ‘দরদ’ মুক্তি পাবে। সেটা যেদিনই মুক্তি পাক। এটা চ্যালেঞ্জ। আমরা ওই নতুন দর্শকটাই তৈরি করতে চাচ্ছি।
https://www.facebook.com/watch/?v=778315560786698
এদিকে ফেব্রুয়ারিতে মুক্তির ঘোষণা দিলেও সেভাবে ‘দরদ’ সিনেমাটির প্রচার-প্রচারণা করা হয়নি। এ বিষয়ে মামুন বলেন, ‘চাইলেই তো পোস্টার প্রকাশ করতে পারি। সেটা করছি না ইন্ডাস্ট্রির স্বার্থেই। আমি চাই, শাকিব খানের গানটি ভারতের টি-সিরিজের মতো বড় ব্যানার থেকে প্রকাশিত হোক। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশের দর্শক একসঙ্গে একই দিনে নিজেদের দেশে ছবিটি দেখুক। এর জন্য একটু অপেক্ষা তো করতেই হবে।’
এর আগে এ সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দরদ’ সিনেমাটির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো এর গল্প। একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প এটি।
সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমা। এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখকে।
‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহপ্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।