সুইডেনের হাজার হাজার অভিবাসীর জন্য দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক : ওয়ার্ক পারমিটসহ স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে কঠোর হচ্ছে সুইডেন সরকার। আগের নিয়মে মাত্র ১৩ হাজার ক্রোনা নিয়ে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যেত।

তবে নতুন নিয়মে ১ নভেম্বর থেকে দ্বিগুণেরও বেশি বেতন থাকতেই কেবল মিলবে সুযোগ। এর ফলে সুইডেন ছাড়তে বাধ্য হবেন হাজার হাজার অভিবাসী।

এতদিন উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজেই ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। মাসিক মাত্র ১৩ হাজার সুইডিস ক্রোনা আয় দেখিয়ে সহজেই অস্থায়ী কাজের অনুমতি পাওয়ার সুযোগ ছিল। শর্ত পূরণ করলে মিলত স্থায়ী বসবাসের অনুমতিও।

তবে এবার সে সুযোগ আর থাকছে না। নভেম্বর থেকে চালু হতে যাওয়া নতুন নিয়মে একজন ওয়ার্কপার্মিট প্রত্যাশিকে ন্যুনতম বেতন ২৭ হাজার ৩৬০ সুইডিস ক্রোনা থাকতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭০ হাজার টাকারও বেশি।

যারা এরই মধ্যে ওয়ার্ক পার্মিট নিয়ে দীর্ঘ সময় ধরে দেশটিতে বসবাস করছেন তাদের ভিসা নবায়নের ক্ষেত্রেও কার্যকর হবে নতুন এ নিয়ম। এছাড়া যারা পূর্বের বেতনে ওয়ার্ক পারমিট বা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করেছেন নভেম্বের আগে সিদ্ধান্ত না এলে তাদেরও পূরণ করতে হবে নতুন শর্ত।

সুইডেন নভেম্বর হতে কার্যকর হতে যাওয়া ওয়ার্ক পারমিটের নিয়মের কারণে বিপাকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। এর ফলে ৮ হাজারেরও বেশি অভিবাসী সুইডেন ছাড়তে বাধ্য হবেন বলে ধারণা বিশ্লেষকদের।