বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) জানিয়েছে, অ্যাপলের আইফোনসহ অন্যান্য পণ্যগুলোতে একাধিক নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা আছে। যা ব্যবহারকারীর নিরাপত্তার দেয়াল সহজেই ভাঙতে পারে।
অ্যাপেলের গ্যাজেটগুলোর আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএস এবং সাফারি ব্রাউজারে দুর্বলতা আছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) অ্যাপলের আইফোন ব্যবহারকারীদের এ বিশেষ সতর্কবার্তা দিয়েছে ভারত সরকার। এর আগে একইভাবে স্যামসাং ব্যবহারকারীদেরও সতর্ক করেছিল দেশটির সরকার।
সিইআরটির বরাত দিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) এনডিটিভি জানায়, অ্যাপল গ্যাজেটের কাঠামোগত দুর্বলতার জন্য ব্যবহারকারীর সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তার প্রাচীর তথ্য পাচারকারী হ্যাকারদের ভেঙে ফেলা সম্ভব হবে। তবে এক্ষেত্রে ব্যবহারকারীদের ধোঁকা দেয়ার জন্য হ্যাকাররা কেবল বাইপাস কোড ব্যবহার করবেন। আর এরপরই হ্যাকার তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানো সম্ভব হবে।
এতে আরও বলা হয়, অ্যাপলের আইফোনসহ অন্যান্য পণ্যগুলোতে একাধিক নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে। এই দুর্বলাতার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর একাধিক সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। নিরাপত্তা সংক্রান্ত যে বিধিনিষেধ রয়েছে তা এড়িয়ে নতুন কোড কার্যকর করতে পারে। এমনকি ফোনের পুরো সিস্টেমকেই নষ্ট করে দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।