বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইটারের মালিকানা ইলন মাস্কের হাতে আসার পর থেকেই নতুন নতুন নিয়ম জারি করার মাঠে নেমেছেন তিনি। এবার তার সে নিয়মের জালে আটকা পড়লো টুইটার অব্যবহারকারীরা।
বলতে গেলে এক বড় রকমের দুঃসংবাদই অপেক্ষা করছে টুইটার অব্যবহারকারীদের জন্য। সম্প্রতি টুইটারের কর্ণধার ইলন মাস্ক নতুন নিয়ম জারি করে জানিয়েছেন যে, যাদের টুইটার অ্যাকাউন্ট নেই তারা কোনোভাবেই অন্য সাইড যেমন ফেসবুক কিংবা ইন্সটাগ্রাম থেকে টুইটারে পোস্ট করা কোনো তথ্য কিংবা ভিডিও দেখার সুযোগ পাবে না।
এতদিন যাদের টুইটার অ্যাকাউন্ট ছিল না তারা অন্য সাইড থেকে কিংবা সার্চ ইঞ্জিন থেকে যে কোনও সেলেবেট্রির টুইট দেখতে পেতেন অনায়াসেই। সেলেবেট্রির টুইটে কমেন্ট করার সুযোগ না পেলেও তার পোস্ট দেখার সুযোগ ছিল। কিন্তু মাস্কের নতুন নিয়মের জালে এখন আর তার সুযোগ পাবে না টুইটার অব্যবহারকারীরা।
এমন নতুন নিয়ম জারি হওয়ায় হতাশ নেটিজেনরা। নেটিজেনদের বেশিরভাগেরই দাবি, টুইটারের ইউজার সংখ্যা বাড়াতেই এই অভিনব নিয়ম জারি করেছেন মাস্ক।
তবে মাস্ক জানাচ্ছেন ভিন্ন কথা। মাস্কের মতে, প্ল্যাটফর্ম থেকে ডেটা সংগ্রহ করছে থার্ড পার্টি অ্যাপ। এ সমস্যা দূর করতেই নতুন এ সিদ্ধান্ত জারি করা হয়েছে টুইটারে।
তাছাড়া ডেটা সংগ্রহ লিমিট করতে মাস্কের টুইটার অ্যাকাউন্টে মাস্ক আরও জানিয়েছেন, এখন প্রতিদিন ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ৬০০০ পোস্ট, আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ৬০০ পোস্ট এবং নিউ আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ৩০০ পোস্ট টুইটার ব্যবহারকারীরা পড়তে পারবেন। এর বেশি পোস্ট টুইটার ব্যবহারকারীরাও পড়তে পারবেন না মাস্কের নতুন নিয়ম অনুযায়ী।
অন্যদিকে আইটি বিশেষজ্ঞরা বলছেন, টুইটার অ্যাকাউন্ট যাদের ছিল না তারা এতদিন গুগল সার্চে সেলিব্রেটিদের টুইটার পোস্ট পড়তো। এখন নতুন নিয়মের জালে টুইটার অব্যবহারকারীরা সেলিব্রেটিদের পোস্ট গুগল সার্চ করলে আর দেখতে পাবেন না। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে টুইটারের বিভিন্ন লিংক পোস্টও নিষিদ্ধ করা হয়েছে। এসব কারণে সার্চ ইঞ্জিনে পিছিয়ে পড়বে টুইটার। এখন দেখার বিষয় নিয়ম কার্যকরী হওয়ার পর কেমন পরিস্থিতির সম্মুখীন হবেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যবসায়ী ইলন মাস্ক।
সূত্র: মারকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।