বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। সাম্প্রতিক এক আপডেটে হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে, আগামী ৫ মে থেকে আইওএসের পুরনো ভার্সনে আর সাপোর্ট দেবে না। ১৫.১ এর আগের আইওএস ভার্সনকে সাপোর্ট করবে না এই মেসেজিং অ্যাপ। এমনকি টেস্টফ্লাইটে পুরনো বিটা ভার্সনের মাধ্যমে অ্যাক্সেস করার চেষ্টা করলেও এটি ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।
নানা ধরনের আইওএস ভার্সনকে সাপোর্ট করতে দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। একাধিক আইফোন এবং আইওএস-এর পরিষেবা যাতে ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন, তার জন্য চেষ্টা করে তারা। যার ফলে প্ল্যাটফর্মের জনপ্রিয়তা তুমুল বেড়ে গিয়েছে। যদিও প্রযুক্তির উন্নতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা বৃদ্ধি করতে এখন থেকে বেশ কিছু পুরনো আইওএস ভার্সন থেকে নিজেদের সাপোর্ট তুলে নিচ্ছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
আর এই পরিবর্তনের প্রাক্কালে ইতিমধ্যেই এই সমস্ত ডিভাইসের লেটেস্ট অ্যাপ ভার্সন ইনস্টল করা থেকে বিটা টেস্টারদের ব্লক করেছে হোয়াটসঅ্যাপ। ন্যূনতম আইওএস প্রয়োজনীয়তা বাড়িয়ে হোয়াটসঅ্যাপের লক্ষ্য, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন আইওএস বৈশিষ্ট্য এবং প্রযুক্তির সুবিধা নেওয়া।
আইওএসের জন্য হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২৫.১.১০.৭২ ইনস্টল করার আগে যে ব্যবহারকারীরা নিজেদের আইফোন বিটা প্রোগ্রামে নথিভুক্ত করেছেন, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ব্যবহারকারীদের ডিভাইসটি আইওএস ১৫.১ বা তার পরবর্তী সংস্করণ চলছে।
যেসব আইফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫-এর মতো পুরনো আইফোনকে আইওএস ১৫-এ আপগ্রেড করা যাবে না। ফলে এসব মডেলের আইফোনে ৫ মে থেকে হোয়াসটঅ্যাপ চালানো যাবে না।
এর ফলে বিটা টেস্টাররা আর পুরনো আইফোন ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমান হোয়াটসঅ্যাপ বিটা রিলিজ মেয়াদ শেষ হওয়ার আগে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত কাজ চালিয়ে যাবে। যদিও ব্যবহারকারীরা অ্যাপের স্টেবল ভার্সনে স্যুইচ করতে পারেন। যার জেরে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপডেট গ্রহণ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।