বাদাম বিক্রি করেই কোটি টাকা, বাড়ি বানিয়ে এবার ভুবন কিনলেন লাখ টাকার ফোন

ভুবন বাদ্যকার

বিনোদন ডেস্ক : জনপ্রিয় এই বিশিষ্ট ব্যক্তি আজ সোশ্যাল মিডিয়া তথা সমগ্র নেট দুনিয়া জুড়ে এক ভাইরাল সেনসেশন হিসেবে পরিচিত। যার অন্যতম কারণ হল, তার গান। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে, বিনোদন জগতের একাধিক জনপ্রিয় তারকারা তার কন্ঠে গাওয়া গানের মারফত রিলস ভিডিও তৈরি করছেন।

ভুবন বাদ্যকার

নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, তিনিও আর কেউ নন নেট দুনিয়ার ভাইরাল সেনসেশন ভুবন বাদ্যকার। নেট দুনিয়ার এই ভাইরাল সেনসেশন সম্প্রতি সকলের মুখে মুখে বেশ আলোচিত।

যার কারণ, জনপ্রিয় এই শিল্পী একটি মাত্র গানের উপর নির্ভর করে বর্তমানে বিশাল সম্পত্তির মালিকানা অর্জন করেছেন। তৈরি করেছেন নিজের বাড়ি, এমনকি কিনেছেন গাড়িও। শুধু তাই নয়, জনপ্রিয় এই বাদামকাকু নিমন্ত্রণ পাচ্ছেন টেলিভিশনের একাধিক জনপ্রিয় রিয়ালিটি শো-তেও। তবে এইবার যেই ঘটনাটি সকলের সামনে উঠে এসেছে তা দেখার পর রীতিমতো হতবাক হয়েছেন সমগ্র নেট দুনিয়ার বাসিন্দারা। কিন্তু কী সেই ঘটনা? সম্প্রতি নেট দুনিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে বাদামকাকু তার হাতে তুলে নিলেন বহুমূল্য আইফোন-13।

যা দেখার পর অনেকেই বলেছেন, একটা ভাইরাল গানের উপর নির্ভর করে প্রথমে বিলাসবহুল বাড়ি, তারপর গাড়ি এইবার আইফোন কীভাবে সম্ভব। তবে জানা গিয়েছে বাদামকাকু নিজের অর্থ ব্যয় করে এই বহুমূল্য জিনিসটি ক্রয় করেননি। ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী জানা গিয়েছে, এই আইফোন-13 টি উপহার হিসেবে পেয়েছেন। সম্প্রতি বেশ কিছু দিন আগে বাদাম কাকুর রাজধানী দিল্লিতে গিয়ে প্রকাশ্য মঞ্চে অনুষ্ঠান করার কথা ছিল। শিল্পীর মতে, তিনি এই উপহারটি সেখান থেকেই পেয়েছেন।

হাঁড়িভাঙা আম যত টাকা কেজি বিক্রি হচ্ছে

সম্প্রতি বেশ কিছু দিন আগে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ‘হিরো আলমের’ সঙ্গে যুগল বন্দি করেছেন কাঁচাবাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকার। এরপর জনপ্রিয় ইউটিউবার কেশব দে এর সঙ্গে জুটি বেঁধে একটি বাংলা গানে গলা মিলিয়েছেন বাদামকাকু। এরপর তার নেট দুনিয়াতে তাঁর এই নতুন চমক নিঃসেন্দহে অবাক করেছে সমগ্র নেট দুনিয়াকে। তবে এইটুকু বলাই যায় একটা ভাইরাল গানের উপর নির্ভর করে বিপুল সম্পদের সঙ্গে সঙ্গে ভুবন বাদ্যকার যে জনসমক্ষে বিরাট জনপ্রিয়তা অর্জন করছেন তা বলাই যায়।