বাদাম কাকুর নতুন গান ‘চু কিত কিত কিত কিত’

বাদাম কাকুর নতুন গান

বিনোদন ডেস্ক : ইউটিউবে গানের ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হতে শুরু করেছে। গানের কথা ও সুর দিয়েছেন শমীক সিনহা। একইসঙ্গে ব়্যাপও করেছেন তিনি। ভিডিওতে অভিনয় করেছেন রিম্পি ও ম্যাক্স।

বাদাম কাকুর নতুন গান

নতুন গান নিয়ে ফের হাজির ভুবন বাদ্যকার। কাঁচা বাদাম খ্যাত শিল্পীর এই নতুন গানেও রয়েছে বাদামের স্বাদ। নতুন গানে ভুবন গাইলেন ‘চু কিত কিত কিত কিত, আমার বাদাম সুপার হিট।’

ইউটিউবে গানের ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হতে শুরু করেছে। গানের কথা ও সুর দিয়েছেন শমীক সিনহা। একইসঙ্গে ব়্যাপও করেছেন তিনি। ভিডিওতে অভিনয় করেছেন রিম্পি ও ম্যাক্স।

গানটি দেখে ইতিমধ্যেই কমেন্টও দিতে শুরু করেছেন নেটিজেনরা। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ইউজাররা। কেউ কেউ গানের প্রশংসা করেছেন। কারও আবার একেবারেই পছন্দ হয়নি গানটি।

চু কিত কিত | Chu Kit Kit | Bhuban Badyakar | Feat Rimpi | Max | Shamik Sinha | Latest Bengali Song

প্রসঙ্গত কয়েক মাস আগে ভাইরাল হয় ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যান তিনি। তারপর আরও কয়েকটি গান বের হয় তাঁর। একাধিক জায়গা থেকে সংবর্ধনাও দেওয়া হয় তাঁকে। সেই ‘বাদাম কাকু’রই এবার চলে এলে নতুন গান।