বিনোদন ডেস্ক: ছোটো থেকে মাটির বাড়িতেই মানুষ। পাকা বাড়ি বানানোর সামর্থ্য ছিল না। কথা হচ্ছে কাঁচা বাদাম গান খ্যাত ভুবন বাদ্যকরের। সেই ভুবন বাদ্যকর এবার পাকা বাড়ি বানাচ্ছেন। যা নিয়ে বেশ খুশি তিনি। বললেন, ‘পাকা বাড়ি বানানোর সাধ তো অনেক দিনের। হয়ে ওঠেনি। এবার ভগবান মুখ তুলে তাকিয়েছেন।’
কত টাকা খরচ, কেমন বাড়ি বানাচ্ছেন? স্থানীয় বাসিন্দারা বলছেন ভুবন যে বাড়ি বানাচ্ছেন তা কার্যত প্রাসাদ। বেশ বড় এলাকাজুড়ে বাড়িটি বানাচ্ছেন। হতে পারে তা একতলা তবে বেশ ভালোভাবেই বানাচ্ছেন এই বাড়ি। রয়েছে দুটি ঘর এবং একটি বড় বারান্দা। বারান্দায় নানান কারুকার্য চলছে। মেঝেতে বসানো হচ্ছে মার্বেল।
ভুবন বাদ্যকর জানালেন, ‘এই বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে সেই পৌষ মাস থেকে। তারপর টাকার অভাবে কাজ বন্ধ হয়ে গেছিল। এখন আবার শুরু হয়েছে। অনেক টাকা খরচ করে ফেলেছি। তাও লাখ পাঁচ থেকে ছয়েক টাকা জলের মতো খরচ হয়েছে। এখনও হবে। জানি না ঠিক কত। তবে মিস্ত্রিরা বলেছে এখনও কয়েক লাখ টাকা খরচ হবে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ তো হবেই।’
ভুবন বাদ্যকর আরও জানালেন, এই বাড়ি তৈরির পরিকল্পনা তাঁর দীর্ঘদিনের। হয়ে ওঠেনি অর্থের অভাবে। কিন্তু, গান হিট হওয়ার পর তাঁর সুদিন ফিরেছে। এখন পাকা বাড়ির কাজ শেষ হলেই সেখানে উঠবেন। ভুবনের কথায়, ‘সবই আপনাদের আর ভগবানের আর্শীবাদ। বাড়ি হচ্ছে। ভালো লাগছে।’
আরও একটা সুখবর দিলেন ভারতের বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুরের ভুবন। জানালেন, একটা নতুন গান বেঁধেছেন। আরও গান বাঁধছেন। মানুষকে নতুন নতুন গান উপহার দিতে চান। তাঁর কথায়, ‘বাড়ি তো বাড়ির মতোই উঠছে। কিন্তু, গান বাঁধার কাজও চলছে। নতুন গান বাঁধছি। আরও গান দেব।’
সূত্র: bangla.aajtak
আকাশ-রঙা বিকিনি! দু’হাত মেলে শরীরী ছন্দে নতুন রূপে ধরা দিলেন নুসরাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।