কাঁচা বাদামকে টেক্কা দিতে সুন্দরীর সাথে কোমর দোলালেন মাছ কাকু

মাছ কাকু

বিনোদন ডেস্ক : ‘কপালের নাম গোপাল’ এই কথাটা অনেকেই শুনেছেন। এর অর্থ হল যদি একবার কপাল খুলে যায় তাহলেই হল একেবারে জীবন পাল্টে যাবে। আর আজকালকার সোশ্যাল মিডিয়ার জুটি সেটা প্রায়শই হতে দেখা যায়। এই যেমন সামান্য বাদাম বিক্রেতা থেকে আজ ‘কাঁচা বাদাম’ গানের জেরে সেলিব্রিটি হয়ে গিয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকার। তবে এবার বাদাম কাকুকে জব্বর টেক্কা দিতে হাজির ‘মাছ কাকু’।

মাছ কাকু

মাছ কাকুর আসল নাম কুশল বাদ্যকর। নাম শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন দাদা ভাই বা কোনো সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে। তবে সেটা কিন্তু একেবারেই না। দুজনেই ভিন্ন প্রান্তের ও ভিন্ন ব্যবসার সাথে যুক্ত থাকা মানুষ। ভুবনবাবু বাদাম বেচে বিখ্যাত হয়েছেন তো কুশলবাবু মাছ বিক্রির যে অন্য গান ধরে বিখ্যাত হয়েছেন। আজ তিনিও একপ্রকার সেলেব্রিটি হয়ে গিয়েছেন।

আসলে ‘কাঁচা বাদাম’ ভাইরাল হওয়ার পর অনেকেই একইভাবে গান ধরে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু খুব কম জনই এতে সফল হয়েছেন। এদিকে মাছ কাকুও গান ধরেছিলেন। মূলত বিক্রি বাড়ানোর জন্যই ‘মাছ নেবেন দাদা মাছ নেবেন’ গান গেয়ে মাছ বিক্রি করছিলেন। তবে সেই গান শুধু গান নয় বরং গানে গানে মাছ রান্নার পদ্ধতিও খুব সুন্দর করে জানিয়ে দিয়েছিলেন মাছ কাকু। তাঁর সেই গান গেয়ে মাছ বিক্রির ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছিল। তারপর আর কি? আজ মাছ কাকু সেলিব্রিটি।

বর্ধমানের দুর্গাপুরের শোভাপুর এলাকার বাসিন্দা কুশলবাবু। মাছ বিক্রি করেই তার সংসার চলে। তবে মাছ বিক্রির পাশাপাশি গানের চর্চাও করেন তিনি, ছোট থেকেই গানের প্রতি বেশ আকর্ষণ রয়েছে। ছোট থেকে গানের পরিবেশে বড় হয়ে উঠে তাই এবার ব্যবসাতেও গানের প্রতিভভাকে কাজে লাগাতে চাইছেন তিনি। যেমন ভাবনা তেমনি কাজ। মাছ নিয়েই আস্ত গান বানিয়ে ফেলেছেন কুশলবাবু।

YouTube video player

কিন্তু ভাইরাল হয়েও একপ্রকার ফ্যাসাদে পড়েছিলেন মাছ কাকু। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, ভাইরাল হওয়ার জেরে ব্যবসা লাটে উঠেছে। রাস্তায় বেরোলেই সেলফি তোলার হিড়িক, বিক্রি বাট্টা বন্ধ। তবে এবার ভাগ্য বদলে গেল মাছ কাকুর। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর এবার কুশল বাদ্যকরেরও মিউজিক ভিডিও রিলিজ করল।

গ্রামের মুরগি ধরার ফাঁদ, যা আমাদের ছোটবেলাকে স্মরণ করে দেয়

যে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন মাছ কাকু, সেই গানেই তৈরী করা হয়েছে মিউজিক ভিডিও। ভিডিওতে গানের তালে তালে মাছ রান্না থেকে সুন্দরী যুবতীর কোমড় দোলানো সবই দেখা যাচ্ছে। আর ইতিমধ্যেই বেশ কয়েক হাজার দর্শক হয়ে গিয়েছে মিউজিক ভিডিওতে। হয়তো অদূর ভবিষ্যতে ভুবনবাবুকে জনপ্রিয়তায় টেক্কা দিতে চলেছেন মাছকাকু!