বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় গান ভাইরাল হয়ে রাতারাতি যারা সেলিব্রিটি হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম হলেন নদীয়ার রানু মন্ডল, বীরভূমের ভুবন বাদ্যকর এবং পূর্ব বর্ধমানের মিলন কুমার। এদের মধ্যে রানু মন্ডল বাদে বাকি দুজনের অবস্থা বেশ ভালই রয়েছে। তবে এদের ছাড়াও এমন প্রতিভাবান বহু মানুষ দেখা যায় যারা সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন। যদিও তাদের সেলিব্রেটি হওয়ার সুযোগ সেই ভাবে পেতে দেখা যায় না।
ঠিক সেই রকমই এক ব্যক্তির খোঁজ মিলেছে যার গান শুনে সোশ্যাল মিডিয়ার দর্শকরা ভুবন বাদ্যকরের থেকে অনেক ভালো বলেই দাবি করছেন। যে ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে তিনি মুর্শিদাবাদের এক বৃদ্ধ। তার কাছে বাদ্যযন্ত্র না থাকলেও কেবল একটি গামলাকে সঙ্গী করে খুব সুন্দরভাবে মহম্মদ রফির গান গাইতে দেখা গিয়েছে তাকে।
গামলাকে বাদ্যযন্ত্র বানিয়ে মহম্মদ রফির গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভাইরাল হওয়া ওই বৃদ্ধ হলেন মুকারিম হোসেন। তার বাড়ি হলো মুর্শিদাবাদের সাগরদিঘী থানার অন্তর্গত ভোলা গ্রামে। ওই বৃদ্ধের দৈনন্দিন অবস্থা খুবই সংকটজনক। এছাড়াও তিনি শারীরিকভাবে অক্ষম। তার ডান হাত অসাড়। বাঁ হাতে করেই প্রায় সবকিছু কাজ করে থাকেন।
তার দুই ছেলে এবং এক মেয়ে থাকলেও কেউ তাকে সাহায্য করেন না বলেই অভিযোগ করেছেন তিনি। প্রত্যেকে আলাদা আলাদা থেকে নিজেদের সংসার চালাতে ব্যস্ত আর এদিকে এই বৃদ্ধ ভাঙ্গা ঘরের কুঁড়েঘরে বসবাস করেন। তার এই গান ভাইরাল হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার করুণ অবস্থার কথা জানিয়েছেন।
বীরভূমের দুবরাজপুর ব্লকের ভুবন বাদ্যকর তার কাঁচা বাদাম গানের জন্য ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়েছেন। তিনিও একসময় এই ভাবেই দিন কাটাতেন তবে এখন তার সময় বদলে গিয়েছে। এক্ষেত্রেও মুর্শিদাবাদের এই মুকারিম হোসেনের জীবন গানের দৌলতে বদলাবে না সেই গ্যারান্টি কে দিতে পারে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।