জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাড্ডায় মেয়ের হাতের ধাক্কায় ও মারধরে অসুস্থ মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মধ্য বাড্ডা ব্যাপারীপাড়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম।
ওসি আব্দুল কাইয়ুম জানান, মৃত মাকসুদা বেগম তার মেয়ে স্মৃতি বেগমের (২৭) সঙ্গে থাকতেন। বেশ কিছু দিন যাবত মাকসুদা বেগম অসুস্থ হয়ে পড়েন। মেয়ে স্মৃতি বেগমই তার মাকে দেখাশুনা-পয়পরিষ্কার করতেন। মা ও মেয়ে ফুটপাতে হকারি করতেন।
ওসি জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে রাতে বাথরুমে মাকসুদাকে পরিস্কার করার সময়ে রাগ হয়ে ধাক্কা দেয় মেয়ে। এতে তিনি পরে গিয়ে আহত হয়ে মারা যান।
মাকসুদা বেগমের ছেলের দেয়া এক অভিযোগের ভিত্তিতে স্মৃতি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের রমজান শেখ ও মাকসুদা বেগমের মেয়ে স্মৃতি বেগম। মাকসুদা বেগমের দুই বিয়ে হয়। দুই স্বামীর সংসারে চার ছেলে দুই মেয়ের মা হলেও তিনি থাকতেন ছোট মেয়ে স্বামী পরিত্যক্তা স্মৃতির সঙ্গে। অন্য ভাই-বোনেরা যার যার মতো বিভিন্ন যায়গায় থাকেন।
বাড্ডা থানায় অভিযোগকারী মো. আলী হোসেন বলেন, আমার ছোট বোন স্মৃতিই আমার মাকে মারধর করে হত্যা করেছে। গুলশান শাখার শাহজালাল ইসলামী ব্যাংকে প্রায় ২০ লাখ টাকার মতো ছিল। সেই টাকা থেকে প্রায় আমার বোন মাকে জোর করে উঠিয়ে নিয়ে খরচ করতো। এই টাকার জন্যই রাতে আমার মাকে আমার বোন স্মৃতি হত্যা করেছে। এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলেও জানান আলী হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।