বিনোদন ডেস্ক : গ্ল্যামার ওয়ার্ল্ড এবং কন্ট্রোভার্সি যেন একই মুদ্রার দুই পিঠ। মাঝে মাঝেই বলি টাউনে বিভিন্ন সম্পর্কের বিতর্ক চর্চার কেন্দ্রবিন্দুতে আসে। বিশেষ করে এমন বিতর্কের চোরাগলিতে অনেকবারই আটকে গিয়েছিলেন অনেক বলি তারকা।
আর এমন তারকার তালিকায় মাঝে মাঝে নিজের জানান দেন কঙ্গনা রানাওয়াত। বিতর্ক এবং সেই সম্বন্ধে মন্তব্য নিয়ে বারংবার লাইমলাইটে চলে আসেন তিনি। এই অভিনেত্রীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার খুবই সুসজ্জিত। একাধিক সুপারহিট ফিল্মে কাজ করেছেন তিনি। বর্তমানে অর্থ বা সম্মান, কোনোকিছুর অভাব নেই তার জীবনে। তবে শাহিদ কাপুর সম্বন্ধিত এক বিতর্কিত মন্তব্য করে আজকাল লাইমলাইটে রয়েছেন তিনি।
কোনো তারকা একটু বিতর্কিত মন্তব্য করলেই সেই নিয়ে জোর চর্চা শুরু হয় ইন্টারনেট দুনিয়াতে। আসলে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে থাকেন। আর সকলের ইন্টারেস্ট থাকে বলি গসিপে। তাই তো বিতর্কিত কোনো মন্তব্য সামনে এলেই তা শিরোনামে আসতে খুব একটা সময় নেয় না।
সম্প্রতি কঙ্গনা রানাওয়াত বলিউডের বিখ্যাত অভিনেতা শাহিদ কাপুরকে নিয়ে কিছু মন্তব্য করেন যা ইন্টারনেট দুনিয়াতে তুমুল চর্চিত হচ্ছে। আসলে তিনি বলেছিলেন যে একবার তাঁকে বাধ্য হয়ে শাহিদ কাপুরের সাথে রাত কাটাতে হয়েছিল এবং অভিনেতা তাকে খুবই বিরক্ত করেছিল। শুনে অবাক লাগলেও, এমনটাই দাবি করেন কঙ্গনা রানাওয়াত।
আসলে ঠিক কি হয়েছিল? জানা যায়, কোনো একটি সিনেমার শুটিংয়ের সময় শাহিদ কাপুর এবং কঙ্গনা রানাওয়াত একটি বরফের জায়গায় যান। সেখানে সারাদিন শুটিং করার পর রাতে থাকার জন্য কটেজ পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে কঙ্গনা এবং শাহিদকে এক সাথে রাত কাটাতে হয়। অভিনেত্রী আরও যোগ করেন যে ওই রাতে শাহিদ কাপুর থাকে খুব জ্বালাতন করেছিলেন। ওই রাত কঙ্গনার কাছে দুঃস্বপ্নের চেয়ে কম নয়।
অভিষেক বচ্চনের বাবার জন্য ছাড়তে হয়েছিল কলেজ, পেতেন না খাবারও
কঙ্গনা রানাওয়াত এক সংবাদমাধ্যমের কাছে এমন মন্তব্য করতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। আসলে সারাদিন শুটিংয়ের পর ক্লান্ত কঙ্গনা রানাওয়াত ঘুমাতে চাইলে শাহিদ কাপুর তাকে খুব বিরক্ত করেন। অভিনেতা ওই রুমের মধ্যেই বন্ধুদের সাথে গান বাজনা নিয়ে মেতে থাকেন। তাই তো সারারাতই ঘুমাতে পারেননি কঙ্গনা। এই কারণে কঙ্গনা খুবই বিরক্ত হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।