বিনোদন ডেস্ক : ঈদে মুক্তির মিছিলে রয়েছে আজমেরী হক বাঁধনের অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করতে গিয়ে তাকে অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানিয়েছেন বাঁধন।
বাঁধন সমকালকে বলেন, ‘এতো বছরের ক্যারিয়ারে কখনও পুলিশ অফিসারের চরিত্রে আমি অভিনয় করিনি। এখানে আমি সেই চরিত্রেই অভিনয় করেছি। এটা মূলত নারীপ্রধান গল্প। আমাদের মধ্যে একটা ধারণা আছে পুলিশ অফিসার মানেই ছেলে। এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাকে কাস্ট করার জন্য নির্মাতা সানি সানোয়ার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। কয়েকটি সিনেমার সঙ্গে যেহেতু সিনেমাটি ঈদে মুক্তি পাবে তাই একটু এক্সাইটেড। আশা করি, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন।’
পুলিশ অফিসার চারিত্রটি কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে- এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘চ্যালেঞ্জ তো ছিলই। বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ। হুট করেই তো আর পুলিশ অফিসার হওয়া যায় না! চরিত্রটা জীবন্ত করে তুলতে অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। সবমিলিয়ে এটা বেশ চ্যালেঞ্জিং চরিত্র ছিল। আমি সেটা উতরে যেতে পেরেছি।’
প্রথমবার ঈদে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বাঁধন। ঈদে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমা দেখার আনন্দ ভাগ করে নেবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
তার কথায়, ‘ঈদে আমার কোনো সিনেমা আসেনি। এবারই প্রথম। আমি জানি না ঈদে সিনেমা মুক্তির জন্য কী পরিকল্পনা করতে হয়। যেভাবে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রচার করেছি, এবারও সেভাবে করবো। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমা দেখার আনন্দ ভাগ করে নেব। আর তেমন কোনো পরিকল্পনা নেই।’
ভারতের নতুন কাজের বিষয় নিয়ে বাঁধন বলেন, ‘কলকাতার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ও বলিউডে ‘খুফিয়া’ সিনেমার পর প্রস্তাব অনেক পেয়েছি। কিন্তু ভিসা পাইনি বলে আমি অনেকগুলো কাজ করতে পারিনি। এই কথাটা আমি বলতে চাইনি বা বলার প্রয়োজনও বোধ করিনি। কিন্তু সম্প্রতি কিছু বিষয়ের কারণে হয়ত বলতে হলো।’
বাঁধন বলেন, ‘রেহানা মরিয়ম নূর’ থেকে আমি যেটা করছি সেটা হলো- কাজের মাধ্যমে সামাজিক কিছু বার্তা দিতে। কাজের মাধ্যমে সমাজকে যদি কিছু না দিতে পারি তাহলে সে কাজ করে লাভ কি! এজন্য বিনয়ের সঙ্গে অনেক কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আমি চাই কম কাজ করতে, কিন্তু সেটা যেন মনমতো হয়।’
ইন্ডাস্ট্রিতে অনেকেই সিন্ডিকেট নিয়ে প্রশ্ন তোলেন, এ বিষয়তে মতামত জানতে চাইলে রেহেনাখ্যাত অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট আছে, এটা নিয়ে সন্দেহের কিছু নেই। তবে আমি যে কাজ চাই- সেটা সিন্ডিকেটের মধ্যে পড়ে না। তাই এটা নিয়ে আমার সঙ্গে কারও দ্বন্দ্ব হয় না। এই বিষয়টা নিয়ে বলা না বলা সমান কথা, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাই এরকম ‘
নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ নামের সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলেও জানান বাঁধন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।