জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় ছোট ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।
নিহত যুবকের নাম মো. শফিউল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণপাড়া সদর এলাকার এরশাদ মিয়ার ছেলে ও ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এই ঘটনায় অভিযুক্তের নাম মশিউর রহমান হৃদয়। তিনি ব্রাহ্মণপাড়া সদরের পশ্চিমপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গতকাল বিকালে নিহত শফিউল্লাহর ছোট ভাই সানাউল্লাহর সঙ্গে মশিউর রহমান হৃদয় ব্যাডমিন্টন খেলে। খেলার একপর্যায়ে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে মশিউর ও সানাউল্লাহর ঝগড়া হয়। এ সময় মশিউর সানাউল্লাহকে মারধর করে। বিষয়টি জানতে পেরে হৃদয়ের বাড়িতে যায় শফিউল্লাহ। জানতে চান মারধরের কারণ। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হৃদয় ঘর থেকে ছুরি এনে শফিউল্লার পেটে লাগাতার দুটি আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শফিউল্লাহ। স্থানীয়দের সহযোগিতায় শফিউল্লাহকে ব্রাহ্মণপাড়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কুমিল্লা নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা টমাস বড়ুয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হৃদয়কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ছাড়াও এই ঘটনা একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।