জুমবাংলা ডেস্ক : আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে।
ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও।
আবার কখনও ভাইরাল হয় বন্য পশুর অবাক করা কার্যকলাপ। বেশিরভাগ মানুষ চোখের পলক ফেলতে পারেন না সিংহ, চিতা, প্যান্থার, কুমিরের মতো প্রাণীদের ভিডিও দেখার সময়। আবার মাঝে মাঝে ভাইরাল হয় বাঁদরের খুনসুটি করার ভিডিও। সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে হাসির রোল উঠেছে নেট নাগরিকদের মধ্যে।
বাঁদরের সাথে অনেকে খেলা করলেও এটা মনে রাখা উচিত যেকোনো সময় এরা রেগে গিয়ে পাল্টা আক্রমণ করতে পারে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে যে এই কমবয়সী যুবতী একটি বাঁদরকে বিরক্ত করে মজা করছিল।
নজর কাড়া ফিচার নিয়ে বুকিং শুরু হল বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের
তবে সেখানে হটাৎ করেই একদল বাঁদর এসে ওই যুবতীর ওপর ঝাঁপিয়ে পড়ে। কেউ যুবতীর কাঁধে, কেউ পিঠে বা কেউ মাথার চুল ধরে ঝুলে পরে। তারপর অনেক কষ্ট করে বাঁদরসেনার থেকে মুক্তি পান ওই যুবতী। এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি funtaap নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।