দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে সত্যি হলো দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডার সম্পর্কের খবর। বিজয়ের টিম হিন্দুস্তান টাইমসকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তাদের বাগদানের বিষয়টি।
যদিও এ খবরের আনুষ্ঠানিক ঘোষণা এখনো অভিনেতা-অভিনেত্রীর পক্ষ থেকে আসেনি, জানা গেছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই তারা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত পরিসরে সম্পন্ন হয়েছে এই বাগদানের অনুষ্ঠান। যদিও তাদের দুজনের টিমই জানিয়েছে, রাশমিকা ও বিজয় এখনই বিয়ে বা বাগদান নিয়ে প্রকাশ্যে কিছু জানাতে চান না। তারা আপাতত এই সময়টিকে ব্যক্তিগতভাবে উপভোগ করতে চান।
রাশমিকা ও বিজয়ের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে তাদের প্রথম একসঙ্গে অভিনীত সিনেমা ‘গীতা গোবিন্দম’ মুক্তির পর থেকে। পরের বছর ‘ডিয়ার কমরেড’–এ তাদের নিয়ে নতুন আলোচনা শুরু হয়। সেই সময় থেকেই ফ্যানদের মধ্যে শুরু হয় তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে আলোচনা।
সম্প্রতি রাশমিকার এক ইনস্টাগ্রাম পোস্টে তাকে ঐতিহ্যবাহী শাড়ি ও গয়নায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশ্ন এটাই কি তবে নায়িকার বাগদানের পোশাক?
অন্যদিকে, বর্তমানে রাশমিকা ব্যস্ত আছেন ‘ককটেল টু’–এর শুটিংয়ে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কৃতি স্যানন ও শাহিদ কাপুর। পাশাপাশি তাকে দেখা যাবে আদিত্য সারপোতদার পরিচালিত হরর-কমেডি সিনেমা ‘থামা’তে। আর বিজয় সম্প্রতি অভিনয় করেছেন গৌতম তিন্নানুরি পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিংডম’-এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।