১৫-২০ মিনিট অন্ধকারে ঢাকা ছিল বাগেরহাট

bagerhat

জুমবাংলা ডেস্ক : কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে ভেঙে গেছে বাড়িঘর ও গাছপালা। এ সময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট অন্ধকারে ঢাকা ছিল বাগেরহাট। বন্ধ হয়ে যায় মানুষের দৈনন্দিন কাজকর্ম।

bagerhat

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাটে দিনের বেলায় নেমে আসে রাত। আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে বৃষ্টি হলেও দিনের বেলায় এমন অন্ধকার নামেনি কখনো। সকালে এভাবে অন্ধকার থাকার পর ১০ থেকে ১৫ মিনিটে ফের আকাশ পরিচ্ছন্ন হয়ে অবিরাম বৃষ্টি ঝরতে থাকে। বাগেরহাট জেলা শহরসহ ৯ উপজেলার সবখানেই এমন দৃশ্য চোখে পড়ে।

এদিকে, দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দু’দিনে দেশের বেশকিছু অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।