জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের দুবলার চরে একটি বিদেশি এক নলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত দয়াল বাহিনীর ৩ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, ডাকাত দলের সদস্য মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। তারা খুলনা, সাতক্ষিরা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা যায়।
দুবলার চরের জেলে আবদুর রউফ বলেন, জেলেদের জিম্মি করেছিল দস্যুরা। শাহজালাল সানাসহ কয়েকজন জেলের সাহসিকতায় দস্যুরা ধরা পড়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, তিন দস্যুকে জেলেরা ধরাশায়ী করেছে। ডাকাতরা কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলার চরে নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। এসময় দুঃসাহসী জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিহত করে। পরে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। হাতাহাতির একপর্যায়ে জেলেরা ডাকাতদের জাল দিয়ে ধরে ফেলতে সক্ষম হন। এসময় ডাকাতরা কিছুটা আহতও হন। পরে কোস্টগার্ড ডাকাতদের আটক করে।
সাভারের বিপিএটিসি ফুট ওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
তিনি আরও বলেন, আটক ডাকাতদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা গোলাবারুদ জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতসহ আটক ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।