বাঘের কান কামড়ে ধরল কুকুর, তুমুল ভাইরাল ভিডিও

বাঘের কান কামড়ে ধরল কুকুর

জুমবাংলা ডেস্ক : হিতাহিত জ্ঞান হারিয়ে বাঘের কানেই কামড় বসিয়ে দিয়েছে কুকুর। আর নিজের চেয়ে আকার, ক্ষমতা— সবেতেই ছোট একটি প্রাণীর আকস্মিক আঘাতে হতচকিত বাঘবাবাজি! ইঁদুর এবং বিড়ালের মধ্যে কিংবা বিড়াল এবং কুকুরের মধ্যে লড়াই দেখতে অভ্যস্ত সকলে।

বাঘের কান কামড়ে ধরল কুকুর

কিন্তু এ যে একেবারে কুকুর এবং বাঘের লড়াই! হিতাহিত জ্ঞান হারিয়ে বাঘের কানেই কামড় বসিয়ে দিয়েছে কুকুর। আর নিজের চেয়ে আকার, ক্ষমতা— সবেতেই ছোট একটি প্রাণীর আকস্মিক আঘাতে হতচকিত বাঘবাবাজি। সে আপ্রাণ চেষ্টা করছে থাবা মেরে কুকুরটিকে নিরস্ত করতে। কিন্তু কুকুরটিও ছাড়বার পাত্র নয়। এমনই একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘অ্যানিম্যালস পাওয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ‘গোল্ডেন রিট্রিভার’ প্রজাতির এক কুকুর বাঘটির একটি কান সজোরে কামড়ে ধরেছে। ঘটনাটি কোথাকার তা-ও জানা যায়নি। কিন্তু এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গেছে নেটাগরিকদের মধ্যে। ভিডিওটি পোস্ট করার পর ইতিমধ্যেই প্রায় সাড়ে চার লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। ১৮ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে।

পছন্দের ইউটিউবারের সঙ্গে দেখা করতে সাইকেলে করে ২৫০ কিমি পাড়ি দিলো কিশোর

ভিডিওতে এটাও দেখা যাচ্ছে যে, কুকুর এবং বাঘের মধ্যে যখন লড়াই চলছে, তখন এদের অনতিদূরেই বসে রয়েছে একটি সিংহ। কিন্তু তাকে এই বিবাদে কোনও পক্ষ না নিয়ে নির্বিকার ভাবেই বসে থাকতে দেখা যাচ্ছে। ভিডিও দেখে জনৈক নেটাগরিকের টিপ্পনি, “কুকুরটিকে দেখে আমার স্ত্রীর রাগের কথা মনে পড়ে যাচ্ছে।”