জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জাল ফেলে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেছেন জেলে বাসুদেব হালদার। বুধবার সকালে দৌলতদিয়া মাছবাজারে এনে উন্মুক্ত নিলামে উঠালে ৯৮০ টাকা কেজি দরে ২৪ হাজার ৫শ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য আড়ৎদার জাহিদ হোসেন।
জেলে বাসুদেব হালদার জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতে তিনি তার সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। বুধবার ভোরের দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় শালিপুর নামক এলাকা হতে মাছটি তাদের জালে ধরা পড়ে।
আড়ৎদার জাহিদ হোসেন বলেন, ২৫ কেজি ওজনের মাছটি তিনি ৯৮০ টাকা দরে ২৪ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করেন। মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে পানিতে বেঁধে রেখে বিক্রির জন্য বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। কিছুটা লাভ পেলে মাছটি তিনি বিক্রি করে দেবেন বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।