মহানন্দা নদীতে ধরা পড়ল ৩৭ কেজির বাঘাইর

বাঘাই

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীতে স্থানীয় পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ।

বাঘাই

শনিবার (২২ জুলাই) বিকেলে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দাপাড়া এলাকায় মহানন্দ নদীতে এ মাছটি ধরা পড়ে।
এ সময় ৩৭ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই শ্রমিকদের বাড়িতে ভিড় জমান। তবে অনেকেই মাছটি কেনার জন্য গেলেও, মাছটি নিজেদের কাছে ভাগ করে নেন শ্রমিকরা।

জানা যায়, শনিবার দুপুরে সর্দাপাড়া এলাকার ২৪ জন পাথর শ্রমিক ও কৃষক দল বেধে শখের বসে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে নামেন। এ সময় মাছটি জালে আটকা পড়ে।

জাহাঙ্গীর আলম নামে এক শ্রমিক বাংলানিউজকে বলেন, আমরা প্রায় সময় পাথরের কাজের পাশাপাশি শখের বসে নদীতে মাছ ধরতে যাই। শনিবার দুপুরের পর মাছ ধরতে নদীতে নামলে বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে আমরা মাছটি বাড়িতে নিয়ে সবাই মিলে ভাগ করে নেই।

আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, আমরা যখন মাছটি বাড়িতে নিয়ে আসি তখন অনেকেই দেখতে আসেন ও ক্রয় করতে আগ্রহ দেখায়। কিন্তু শখ করে যেহেতু মাছটি ধরতে পারছি তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি।

অনন্তের পথে বিস্ময়কর যাত্রা দুই ভয়েজারের

মাছ দেখতে আসা মিলন হোসেন জানান, খবর পেয়ে আমরা মাছটি কয়েকজন মিলে কিনতে চাইলে তারা বিক্রি করবে না বলে জানান।