বিনোদন ডেস্ক : বাঘিনী কন্যা হিসেবে সারাদেশে পরিচিতি পাওয়া ফারজানা সিঁথিকে এমন স্নিগ্ধ, শান্ত, আর রোমান্টিক মুডে দেখে অবাক হবারই কথা। আটপৌরে শাড়িতে শান্ত সুবোধ চেহারার ফারজানা সিঁথি যেন পাশের বাড়ির আট-দশজন সাধারণ তরুণীর মতই প্রেমিকার ভূমিকায়।
সমাজনীতি আর রাষ্ট্রনীতির মানবিক অংশটুকু আকড়ে ধরে গোটা দেশে ভাইরাল হওয়া ফারজানা সিথিকে এবার দেখা যাবে একটি গানের মডেল হিসেবে। কন্ঠের জাদুঘর হিসেবে খ্যাত আসিফ আকবরের প্যান ইন্ডিয়ান একটি গানের চিত্রায়নে ফ্রেমবন্দী হয়েছেন ফারজানা সিঁথি। গানটি বাংলা আর হিন্দি ভার্সনে অচিরেই অবমুক্ত হবে ইউটিউব চ্যানেলে।
ফারজানা সিঁথিকে গানের মডেল হিসেবে নির্বাচিত করার প্রসঙ্গ উঠতেই আসিফ বললেন, ‘কোটা আন্দোলনের সময় আমরা ফারজানা সিঁথিকে একভাবে দেখেছি। দেখেছি, হইচই করেছে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তর্ক করেছে। ইন্টারেস্টিং হচ্ছে, সিঁথির সঙ্গে মেশার পর ভাবলাম, যে মেয়েটাকে আগে দেখেছি, তার একেবারে রিভার্স।
সিঁথিকে যখন টেক্সট দেওয়া হলো, যেভাবে সে সাড়া দিয়েছে, সেটাও ছিল চমৎকার। আমার টার্গেট হচ্ছে, আমাদের যে বিপ্লব, সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে, আমরা দেখেছি সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রীতিলতা ওয়াদ্দেদার—এই যে শাড়ি পরার ব্যাপারটা, এটাই হচ্ছে মূল। এই বয়সে বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে জিনস, টপ, এটা-ওইটা পরে। কিন্তু সিঁথিকে ধারাবাহিকভাবে কিন্তু শাড়ি পরা দেখেছি। শাড়িটা তার পছন্দের জায়গা, আমারও পছন্দের জায়গা।
ছবিটি জুম করে দেখুন কোন পশুটি আগে দেখছেন? উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ
আমার পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গে আলাপ করলাম, ছেলেটা থাকবে স্টাইলিশ, উরাধুরা, আধুনিক মনমানসিকতার—বাইক চালায়, জিপ চালায়, ধনী পরিবারের ছেলে। কিন্তু সে পছন্দ করে আটপৌরে একটা মেয়েকে। পরিপূর্ণ বাঙালি বলতে যা, তা–ই। সে ক্ষেত্রে মেয়েটা আমার কাছে ফারজানা সিঁথিই উপযুক্ত মনে হয়েছে। সিঁথির মধ্যে যে স্মার্টনেস, সেটা পছন্দ হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।