বাংলাদেশের ক্রিকেটভক্তদের সুখবর দিলো আইসিসি

বাংলাদেশের ক্রিকেটভক্তদের

স্পোর্টস ডেস্ক : শঙ্কা কাটিয়ে অবশেষে সুখবর পেলো বাংলাদেশের ক্রিকেটভক্তরা। বিনামূল্যে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খেলা দেখা যাবে আইসিসি টিভিতে।

বাংলাদেশের ক্রিকেটভক্তদের

আগামীকাল ৯ মে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তবে আজ পর্যন্তও বাংলাদেশের ক্রিকেটভক্তদের খেলা দেখা নিয়ে সংশয় ছিলো। কারণ, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সিরিজটির সম্প্রচার স্বত্ত্ব নেয়নি। তবে এবার বাংলাদেশি দর্শকদের খেলা দেখার চিন্তা দূর করলো খোদ আইসিসি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের খেলাগুলো বিনামূল্যে দেখা যাবে আইসিসি টিভিতে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখানোর আগ্রহ দেখায়নি। এর মধ্যে দুইদিন আগে সিরিজের খেলাগুলো সরাসরি দেখানোর কথা জানায় আয়ারল্যান্ডের প্রিমিয়ার স্পোর্টস। তবে তারা খেলাটি সরাসরি সম্প্রচার করলেও বাংলাদেশ থেকে সরাসরি দেখার সুযোগ ছিলো না।

এবার বাংলাদেশি সমর্থকদের চিন্তা দূর করলো আইসিসি। কোনো প্রকার চার্জ ছাড়াই কাল থেকে মাঠে গড়ানো সিরিজের তিনটি ম্যাচই আইসিসি টিভির অ্যাপে সরাসরি দেখা যাবে বাংলাদেশ থেকে। আইসিসি টিভিতে খেলা দেখতে হলে আইসিসির অয়েবসাইটে ঢুকে সুর্দিনিষ্ট তথ্য দিয়ে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। তারপরই বিনামূল্যে দেখা যাবে খেলা।

মুরগিকে টিয়া পাখি সাজিয়ে বিক্রির বিজ্ঞাপন

আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে।