বেগুন ভাজা, ভর্তা ছেড়ে এবার খান সর্ষে বেগুন

বেগুন

লাইফস্টাইল ডেস্ক : শুধু বেগুন দিয়ে সাধারণত আমরা ভর্তা, ভাজা বা বেগুনীই বানিয়ে থাকি। এ ছাড়া আর তেমন কিছুই মাথায় আসে না! তাই, আজ আমরা আপনাদের জন্য বেগুনের অত্যন্ত মুখরোচক একটি রেসিপি নিয়ে এসেছি। যার নাম সর্ষে বেগুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সর্ষে বেগুন থাকলে জমে যাবে দুপুর বা রাতের খাওয়া।

বেগুন

আসুন জেনে নেওয়া যাক সর্ষে বেগুনের রেসিপি…

উপকরণ

২টো বড় সাইজের বেগুন

৪ টেবিল চামচ পোস্ত বাটা ২ টেবিল চামচ সর্ষে বাটা

স্বাদ অনুযায়ী লবণ ও চিনি আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো

তৈরির পদ্ধতি

> বেগুনগুলো লম্বা লম্বা ফালি করে কেটে ধুয়ে নিন। বোঁটা রেখে দেবেন

> এবার বেগুনগুলো লবণ, হলুদ মাখিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে হালকা ভেজে তুলে নিন।

> ওই তেলেই চিনি, হলুদ গুঁড়ো দিয়ে দিন।

> চিনি গলে এলে দিয়ে দিন পোস্ত বাটা, সর্ষে বাটা, লবণ। মশলাটা কষিয়ে নিন ভালো করে। পানিউ শুকিয়ে এলে পরিমাণমতো পানিউ দিয়ে মশলা কষাতে থাকুন।

> মশলা কষানো হলে আবার অল্প পানিতে মিশিয়ে নিন।

> মশলা ফুটতে শুরু করলে ভাজা বেগুনগুলো দিয়ে দিন।

> কিছুক্ষণ রান্না করার পর বেগুনগুলো উল্টে দিন। তারপর আরও একটু ফোটান।

> মাখা মাখা হলে নামিয়ে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

হলুদ শাড়িতে প্রকৃতির মাঝে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী যুবতী

> এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে পানি আনা সর্ষে বেগুন।

সূত্র: বোল্ডস্কাই