বগুড়ায় আদালত থেকে পালিয়ে যাওয়া জোড়া হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার আদমদীঘি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার বিকেলে আদালতের হাজতখানা থেকে ভিড়ের সুযোগে রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ জানায়, দুপচাঁচিয়া থানার একটি হত্যা ও ডাকাতি মামলায় অভিযুক্ত রফিকুলকে গত সোমবার বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছিল।
হাজিরা শেষে বিকেল ৩টা ৫৫ মিনিটে আদালতের দোতলার হাজতখানা থেকে তাকেসহ অন্যান্য আসামিকে জেলা কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল। সে সময় সিঁড়ি দিয়ে নামার সময় রফিকুল কৌশলে পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, এ ঘটনার পরপরই পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে এবং আজ রাত ৯টা ৫ মিনিটে আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া থেকে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।