বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি জার্মান পিস্তল ও একাধিক দেশীয় অস্ত্রসহ মো. সাজ্জাদ হোসেন নামের এক কথিত শীর্ষ সন্ত্রাসী এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ও রাতের দুটি পৃথক অভিযানে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের বাসিন্দা। তার স্ত্রী জান্নাত আক্তারকেও এই অভিযানে আটক করা হয়েছে, যিনি অস্ত্র লুকাতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি দল সাজ্জাদ হোসেনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জার্মানিতে তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল নিজের কাছে থাকার কথা স্বীকার করেন।
এরপর অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনী সাজ্জাদকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন।
পরবর্তীতে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে সেখানে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় নর্দমা থেকে জার্মান পিস্তলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই বাড়ি থেকে বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সাজ্জাদ হোসেনের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ওই এলাকায় সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


