বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরেই বাজারে আসে এমজির ছোট আকারের ইলেকট্রিক গাড়ি। যার মডেল এমজি উইন্ডসর ইভি। এই গাড়ির বাজার রমরমা।
এসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া জানিয়েছে, আগের মাসে এটিই তাদের বেস্ট সেলিং মডেলের তকমা ছিনিয়ে নিয়েছে। প্রথম মাসে মোট ৩১১৬ জন ব্যক্তি এই ব্রিটিশ সংস্থার ইলেকট্রিক গাড়িটি পথ চলার সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন।
জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া এ বছর অক্টোবরে মোট ৭০৪৫টি গাড়ি বিক্রি করতে পেরেছে। এই মাসে সংস্থা সর্বাধিক বিক্রিবাটা করতে পেরেছে। পরিসংখ্যান বলছে, ২০২৩-এর অক্টোবরে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ৫১০৮ ইউনিট। ফলে গেল মাসে বিক্রি ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার এ বছর সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ৪৫৮৮ ইউনিট গাড়ি। যার তুলনায় অক্টোবরে বেচাকেনা বেড়েছে ৫৩.৫৫ শতাংশ।
ভারতে এমজি উইন্ডসর ইভির দাম ভারতে ১৩.৫০ লাখ রুপি থেকে ১৫.৫০ লাখ রুপি। এটি এমন এক ইলেকট্রিক গাড়ি যা ‘ব্যাটারি অ্যাজ এ সার্ভিস’ বেছে নেওয়া যায়। অর্থাৎ ব্যাটারি ভাড়া পাওয়া যায়। এর ফলে গাড়িটি ১০ লাখ রুপিতে কেনা যায়। ব্যাটারি রেন্টে নিতে হলে অতিরিক্ত ৩.৫ লাখ রুপি দিতে হয়।
বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে টাটা পাঞ্চ ইভি, টাটা নেক্সস ইভি এবং মাহিন্দ্রা এসইউভি৪০০। এমজি মোটর তাদের এই গাড়িটি একটি ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল বা সিইউভি বলে দাবি করেছে। এটি তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে।
এমজি উইন্ডসর ইভি-তে উল্লেখযোগ্য় ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে একটি ১৫.৬-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, একটি বিস্তৃত কাচের ছাদ এবং শীর্ষ ট্রিমে এরো লাউঞ্জ সিট। গাড়িটি চারটি রঙে পাওয়া যাচ্ছে – স্টারবার্স্ট ব্ল্যাক, পার্ল হোয়াইট, ক্লে বেইজ এবং ফিরোজা গ্রিন। এই গাড়িতে রয়েছে চারটি রাইডিং মোড – ইকো+, ইকো, নর্মাল এবং স্পোর্ট।
মেট্রোরেলে ভ্রমণের এমআরটি পাস ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম শুরু
প্রসঙ্গত, সম্প্রতি বাজারে লঞ্চ হওয়া এমজি উইন্ডসর ইভি ফুল চার্জে ৩৩২ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে। এর মোটর থেকে ১৩৪ বিএইচপি শক্তি এবং ২০০ এনএম টর্ক উৎপন্ন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।